আওয়াজ শুনে
আওয়াজ শুনে
সাইয়িদ রফিকুল হক
আওয়াজ শুনে মনটা খারাপ
শব্দদূষণ ভারি,
পশুর মতো পাগলগুলো
চেঁচায় ফাটায় বাড়ি!
বিনা কাজে খাচ্ছে যারা
তাদের মুখে শব্দ,
এদের কাঁধে কাজ চাপিয়ে
করতে হবে জব্দ।
নিষ্কর্মার দল চেঁচায় শুধু
স্বার্থনেশার মোহে,
এদের হাতে টাকা দিলে
সবই এরা সহে!
রাস্তাঘাটে চলছে আওয়াজ
শব্দদূষণ কত!
তবুও দেখি এই পশুরা
হয় না একটু নত।
মাথার ভিতর শব্দ ঢুকে
দিচ্ছে কত যন্ত্রণা,
দূষণকারী এই পশুদের
কে যে দিবে মন্ত্রণা?
সাইয়িদ রফিকুল হক
০১/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
আওয়াজ শুনে মনটা খারাপ
শব্দদূষণ ভারি,
পশুর মতো পাগলগুলো
চেঁচায় ফাটায় বাড়ি!
বিনা কাজে খাচ্ছে যারা
তাদের মুখে শব্দ,
এদের কাঁধে কাজ চাপিয়ে
করতে হবে জব্দ।
নিষ্কর্মার দল চেঁচায় শুধু
স্বার্থনেশার মোহে,
এদের হাতে টাকা দিলে
সবই এরা সহে!
রাস্তাঘাটে চলছে আওয়াজ
শব্দদূষণ কত!
তবুও দেখি এই পশুরা
হয় না একটু নত।
মাথার ভিতর শব্দ ঢুকে
দিচ্ছে কত যন্ত্রণা,
দূষণকারী এই পশুদের
কে যে দিবে মন্ত্রণা?
সাইয়িদ রফিকুল হক
০১/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ০৪/০৩/২০১৯ভালো বিন্যাস
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৩/২০১৯সুপঠিত ও ছন্দময়।
শুভেচ্ছা অফুরান। -
টি এম আমান উল্লাহ ০২/০৩/২০১৯সুপাঠ্য।