আত্মবিচার
আত্মবিচার
সাইয়িদ রফিকুল হক
সমাজটাকে ভাঙতে হলে
ভাঙবে আগে নিজে,
একই ভুলে ডুবে আছো
তুমি মানুষ কী যে!
পরের ভুলে রাগছো তুমি
তোমার ভুলে কী?
সত্য ছেড়ে মিথ্যা ধরে
অনেকেই যে মেকী!
সমাজটাকে ভাঙতে হলে
ভাঙো তোমার মন,
আরও ভাঙো স্বার্থলোভের
আছে যত ধন।
সাইয়িদ রফিকুল হক
২৮/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
সমাজটাকে ভাঙতে হলে
ভাঙবে আগে নিজে,
একই ভুলে ডুবে আছো
তুমি মানুষ কী যে!
পরের ভুলে রাগছো তুমি
তোমার ভুলে কী?
সত্য ছেড়ে মিথ্যা ধরে
অনেকেই যে মেকী!
সমাজটাকে ভাঙতে হলে
ভাঙো তোমার মন,
আরও ভাঙো স্বার্থলোভের
আছে যত ধন।
সাইয়িদ রফিকুল হক
২৮/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুকিম মাহমুদ মুকিত ০৫/০৩/২০১৯অপূর্ব লিখেছেন কবি।
-
অধীতি ০১/০৩/২০১৯ছন্দে ছন্দে উপদেশ