অনেক দুঃখ
অনেক দুঃখ
সাইয়িদ রফিকুল হক
অনেক কষ্ট অনেক ব্যথা
ঝিমাই আরও জ্বরে,
অনেক দুঃখে ভুগছি বলে
হাসে আবার পরে!
দুঃখ দেখে মানুষগুলো
সরে দাঁড়ায় হেসে,
কেউ বা আবার কথা বলে
বাঁকা চোখে কেশে!
হাল-জামানায় মানুষ কোথায়?
ভাবছি বসে কষ্টে,
সমাজ-রাষ্ট্র ভরে উঠছে
নীতিহীন আর নষ্টে!
অনেক দুঃখে হাসি নাতো
অনেক বছর ধরে,
চারিপাশে কাকে একটু
নিবো আপন করে?
ভালোবাসার মানুষগুলো
কোথায় গেল চলে?
আপনজনের অভাব দেখে
বুকটা ভাসে জলে।
অনেক দুঃখে হাসি নাতো
অনেক বছর ধরে,
ভুগছি শুধু দারুণ কষ্টে
সমাজব্যাধির জ্বরে!
সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
অনেক কষ্ট অনেক ব্যথা
ঝিমাই আরও জ্বরে,
অনেক দুঃখে ভুগছি বলে
হাসে আবার পরে!
দুঃখ দেখে মানুষগুলো
সরে দাঁড়ায় হেসে,
কেউ বা আবার কথা বলে
বাঁকা চোখে কেশে!
হাল-জামানায় মানুষ কোথায়?
ভাবছি বসে কষ্টে,
সমাজ-রাষ্ট্র ভরে উঠছে
নীতিহীন আর নষ্টে!
অনেক দুঃখে হাসি নাতো
অনেক বছর ধরে,
চারিপাশে কাকে একটু
নিবো আপন করে?
ভালোবাসার মানুষগুলো
কোথায় গেল চলে?
আপনজনের অভাব দেখে
বুকটা ভাসে জলে।
অনেক দুঃখে হাসি নাতো
অনেক বছর ধরে,
ভুগছি শুধু দারুণ কষ্টে
সমাজব্যাধির জ্বরে!
সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।