খুকুর ছড়া
খুকুর ছড়া
সাইয়িদ রফিকুল হক
খুকু গেল পুকুরঘাটে
ডাকছে তাকে মা,
সবার সাথে খেলায় মেতে
বলছে খুকু না!
মা যে তবুও আদর করে
ডাকছে খুকু বলে,
রাগ করে সে খেলনাপাতি
ফেললো পুকুর-জলে!
মায়ের ডাকে পুকুরঘাটে
বলছে খুকু আসি,
ভয় পাইয়ে দিলো তাকে
বোয়াল-মাছের হাসি!
অমনি খুকু ছুটলো জোরে
বসবে মায়ের কোলে,
এবার থেকে বাধ্য সে যে
থাকবে না আর গোলে!
সাইয়িদ রফিকুল হক
০৫/০১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
খুকু গেল পুকুরঘাটে
ডাকছে তাকে মা,
সবার সাথে খেলায় মেতে
বলছে খুকু না!
মা যে তবুও আদর করে
ডাকছে খুকু বলে,
রাগ করে সে খেলনাপাতি
ফেললো পুকুর-জলে!
মায়ের ডাকে পুকুরঘাটে
বলছে খুকু আসি,
ভয় পাইয়ে দিলো তাকে
বোয়াল-মাছের হাসি!
অমনি খুকু ছুটলো জোরে
বসবে মায়ের কোলে,
এবার থেকে বাধ্য সে যে
থাকবে না আর গোলে!
সাইয়িদ রফিকুল হক
০৫/০১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/০২/২০১৯সুন্দর লিখেছেন
-
মোহাম্মদ মাইনুল ২৬/০২/২০১৯ছড়া কবিতা, ভালো লাগলো।
-
অধীতি ২৬/০২/২০১৯ছোট্ট বেলায় ঘুরে এলাম