ফেব্রুআরি এলেই
ফেব্রুআরি এলেই
সাইয়িদ রফিকুল হক
ফেব্রুআরি এলেই বুঝি শিমুল ফোটে লালে,
পলাশগুলো হেসে ওঠে বাংলা-মায়ের ভালে!
রাষ্ট্রভাষা এখনও যে হয়নি কোথাও কায়েম,
মুখেই শুধু বাংলাভাষা ইংরেজিটাই হেম!
ফেব্রুআরি এলেই বুঝি ভাষাপ্রেমের মাস,
একদিনেরই নিঠুর প্রেমে হচ্ছে জাতির সর্বনাশ।
লোকদেখানো ভণ্ডগুলো গাইছে প্রেমের গীত,
বাংলিশ বলা এই ছাগলদের শক্ত নাকি ভিত!
মুখেই শুধু রাষ্ট্রভাষা, মান পায় না বাংলা,
তাইতে দেখি, মনের সুখে বাংলিশ বলে হ্যাংলা!
ফেব্রুআরি এলেই বুঝি হচ্ছে শুরু নাটক,
শুদ্ধ বাংলার খুঁজে পাই না ভদ্র কোনো পাঠক!
ফেব্রুআরি এলেই বুঝি জমবে খেলা প্রেমের,
ভাষাপ্রেমের অভিনয়ে চলছে লড়াই সাম্যের!
ভণ্ডগুলো একুশ তারিখ দেখায় কত ভক্তি!
এদের বুকে বাংলিশপ্রেম যে অনেকবড় শক্তি।
সাইয়িদ রফিকুল হক
২১/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ফেব্রুআরি এলেই বুঝি শিমুল ফোটে লালে,
পলাশগুলো হেসে ওঠে বাংলা-মায়ের ভালে!
রাষ্ট্রভাষা এখনও যে হয়নি কোথাও কায়েম,
মুখেই শুধু বাংলাভাষা ইংরেজিটাই হেম!
ফেব্রুআরি এলেই বুঝি ভাষাপ্রেমের মাস,
একদিনেরই নিঠুর প্রেমে হচ্ছে জাতির সর্বনাশ।
লোকদেখানো ভণ্ডগুলো গাইছে প্রেমের গীত,
বাংলিশ বলা এই ছাগলদের শক্ত নাকি ভিত!
মুখেই শুধু রাষ্ট্রভাষা, মান পায় না বাংলা,
তাইতে দেখি, মনের সুখে বাংলিশ বলে হ্যাংলা!
ফেব্রুআরি এলেই বুঝি হচ্ছে শুরু নাটক,
শুদ্ধ বাংলার খুঁজে পাই না ভদ্র কোনো পাঠক!
ফেব্রুআরি এলেই বুঝি জমবে খেলা প্রেমের,
ভাষাপ্রেমের অভিনয়ে চলছে লড়াই সাম্যের!
ভণ্ডগুলো একুশ তারিখ দেখায় কত ভক্তি!
এদের বুকে বাংলিশপ্রেম যে অনেকবড় শক্তি।
সাইয়িদ রফিকুল হক
২১/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শচীন কর্মকার ২৩/০২/২০১৯অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০২/২০১৯বাঃ
-
সোহেল রানা আশিক ২২/০২/২০১৯সুন্দর