শহীদরক্তের দাবি
শহীদরক্তের দাবি
সাইয়িদ রফিকুল হক
শহীদের রক্ত আলপনা হয়েছে আমাদের চেতনায়
আমাদের প্রিয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে,
তাইতো দেখি আজ জীবনসমুদ্রে—
রক্তলাল হয়ে শিমুল-পলাশগুলো
বিপ্লবী-হাসিতে রক্ত হয়ে ঝরে
বাংলার সকল পথে-প্রান্তরে,
আর রক্তলাল অট্টহাসিতে যেন
ফেটে পড়ে আজও বাংলার কৃষ্ণচূড়া,
শ্রমিকের ঘামে যেন পলাশ ফোটে সরবে!
শহীদের রক্ত আরও বেশি লাল হতে দেখি ফাগুনে।
আমাদের শোণিতে আগুন জ্বলে এখন প্রতিবাদের সুরে,
রক্ত জ্বলে ওঠে আজ বারুদের মতো!
ভাষার অপমান হতে দেখছি বলে ফেটে পড়ি ক্ষোভে,
শহীদের রক্ত হাতছানি দেয় যেন আমাদের শোণিতে!
শুধু দিবস গুনে পূরণ হয় নাকো শহীদের স্বপ্ন,
দিবসগুলো আজ আমাদের সামনে শুধু লোকদেখানো!
শহীদদিবসের এই ভালোবাসায় আজ চাই যে শুধু
শহীদরক্তের কাঙ্ক্ষিত দাবি: রাষ্ট্রভাষা বাংলা হোক।
শহীদদিবসের সহস্র কোলাহলে আজও আর্তনাদ শুনছি চারিদিকে—
আজও ফিরে পায়নি আমাদের বাংলা মা তার প্রাপ্য সম্মান!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শহীদের রক্ত আলপনা হয়েছে আমাদের চেতনায়
আমাদের প্রিয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে,
তাইতো দেখি আজ জীবনসমুদ্রে—
রক্তলাল হয়ে শিমুল-পলাশগুলো
বিপ্লবী-হাসিতে রক্ত হয়ে ঝরে
বাংলার সকল পথে-প্রান্তরে,
আর রক্তলাল অট্টহাসিতে যেন
ফেটে পড়ে আজও বাংলার কৃষ্ণচূড়া,
শ্রমিকের ঘামে যেন পলাশ ফোটে সরবে!
শহীদের রক্ত আরও বেশি লাল হতে দেখি ফাগুনে।
আমাদের শোণিতে আগুন জ্বলে এখন প্রতিবাদের সুরে,
রক্ত জ্বলে ওঠে আজ বারুদের মতো!
ভাষার অপমান হতে দেখছি বলে ফেটে পড়ি ক্ষোভে,
শহীদের রক্ত হাতছানি দেয় যেন আমাদের শোণিতে!
শুধু দিবস গুনে পূরণ হয় নাকো শহীদের স্বপ্ন,
দিবসগুলো আজ আমাদের সামনে শুধু লোকদেখানো!
শহীদদিবসের এই ভালোবাসায় আজ চাই যে শুধু
শহীদরক্তের কাঙ্ক্ষিত দাবি: রাষ্ট্রভাষা বাংলা হোক।
শহীদদিবসের সহস্র কোলাহলে আজও আর্তনাদ শুনছি চারিদিকে—
আজও ফিরে পায়নি আমাদের বাংলা মা তার প্রাপ্য সম্মান!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৭/০২/২০১৯সুন্দর লিখেছেন