স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
পৃথিবীতে ফুল, পাখি, নদী সবই আছে আগের মতো
তবুও চেয়ে দেখি না জানালার পাশে ফুটেছে কিনা গোলাপ!
আমার মন ডুবে আছে হিমালয়-সমান দুঃখ-শোকে।
গতকাল দেখেছি নয়াপল্টনের মোড়ে অফিসফেরার পথে
আমার একটি ভাই মরে পড়ে আছে পিচঢালা পথে।
বুকের গভীরে হচ্ছে তখন থেকেই ভীষণ রক্তপাত,
জীবনের দাম আজ মিশে গেছে সামান্য পথের ধুলায়!
আজ আমার ভাইটি মরেছে অনেক অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে,
কাল যদি এভাবে হঠাৎ থেমে যায় আমর জীবন কারও উল্লাসে!
বুকের ভিতরে কত কষ্ট আজ শুধু ঝরে-ঝরে পড়ছে,
মানুষের বেহিসাবি মৃত্যু দেখি বিদীর্ণ বক্ষে প্রতিদিন।
তাই আজ ভালো লাগে না এই পৃথিবীর ফুল পাখি নদী...
কবে ফিরে পাবো আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি?
পৃথিবীতে ফুল, পাখি, নদী সবই আছে আগের মতো
তবুও চেয়ে দেখি না জানালার পাশে ফুটেছে কিনা গোলাপ!
আমার মন ডুবে আছে হিমালয়-সমান দুঃখ-শোকে।
গতকাল দেখেছি নয়াপল্টনের মোড়ে অফিসফেরার পথে
আমার একটি ভাই মরে পড়ে আছে পিচঢালা পথে।
বুকের গভীরে হচ্ছে তখন থেকেই ভীষণ রক্তপাত,
জীবনের দাম আজ মিশে গেছে সামান্য পথের ধুলায়!
আজ আমার ভাইটি মরেছে অনেক অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে,
কাল যদি এভাবে হঠাৎ থেমে যায় আমর জীবন কারও উল্লাসে!
বুকের ভিতরে কত কষ্ট আজ শুধু ঝরে-ঝরে পড়ছে,
মানুষের বেহিসাবি মৃত্যু দেখি বিদীর্ণ বক্ষে প্রতিদিন।
তাই আজ ভালো লাগে না এই পৃথিবীর ফুল পাখি নদী...
কবে ফিরে পাবো আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ মাইনুল ২০/০২/২০১৯অনিন্দ্য সুন্দর এবং সবার প্রাণের দাবি।