শুধু দুজনে হয় প্রেম
শুধু দুজনে হয় প্রেম
সাইয়িদ রফিকুল হক
প্রেম হয় শুধু দুজনে,
দুজনে হয় শুধু প্রেম।
প্রেম হয় না কখনো
ত্রিভুজ কিংবা চতুর্ভুজ!
দুজনে মিলেমিশে প্রেম।
দুয়ের অধিক হলে
সেখানে ঢুকবে ভাইরাস,
লোকে বলবে পরকীয়া!
আসলে পরকীয়া নয় প্রেম,
প্রেম শুধু প্রেম আর শুধু...
পরকীয়া বলে পৃথিবীতে
নাই কোনো প্রেমভাবনা।
পরকীয়া শুধু দেহলোভী
দেহলোভী চায় পরকীয়া।
প্রেম হয় শুধু দুজনে
শুধু দুজনে হয় প্রেম।
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
প্রেম হয় শুধু দুজনে,
দুজনে হয় শুধু প্রেম।
প্রেম হয় না কখনো
ত্রিভুজ কিংবা চতুর্ভুজ!
দুজনে মিলেমিশে প্রেম।
দুয়ের অধিক হলে
সেখানে ঢুকবে ভাইরাস,
লোকে বলবে পরকীয়া!
আসলে পরকীয়া নয় প্রেম,
প্রেম শুধু প্রেম আর শুধু...
পরকীয়া বলে পৃথিবীতে
নাই কোনো প্রেমভাবনা।
পরকীয়া শুধু দেহলোভী
দেহলোভী চায় পরকীয়া।
প্রেম হয় শুধু দুজনে
শুধু দুজনে হয় প্রেম।
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/০২/২০১৯সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৯/০২/২০১৯দুইয়ের মিশ্রনে হয় যুগল
উভয়ে পায় প্রেমের সুফল। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০২/২০১৯বাঃ