মানুষ খুঁজি
মানুষ কোথায়?
মানুষ খুঁজি কতদিন ধরে,
মানুষের প্রত্যাশায়
বসে আছি কত বছর যাবৎ,
তবুও মানুষের দেখা নাই!
মানুষ কোথায়? মানুষ?
মানুষের সঙ্গে হাসিমুখে
আবার বসত করবো,
মানুষের সঙ্গলাভে
আবার মেতে উঠবো আত্মসুখে।
মানুষ কোথায়? মানুষ?
মানুষ খুঁজি কতদিন ধরে,
মানুষের প্রত্যাশায়
বসে আছি কত বছর যাবৎ,
তবুও মানুষের দেখা নাই!
মানুষ কোথায়? মানুষ?
মানুষের সঙ্গে হাসিমুখে
আবার বসত করবো,
মানুষের সঙ্গলাভে
আবার মেতে উঠবো আত্মসুখে।
মানুষ কোথায়? মানুষ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ১৯/০২/২০১৯এটা সত্যিই অনেক ভালো হয়েছে
-
বিশ্বামিত্র ১৯/০২/২০১৯ভাব খুব সুন্দর কবি । মানুষের মধ্যে মানুষই থাকে, অন্তর থেকে তাকে বাইরে আনতে হবে। নচেৎ তা পাওয়া অসাধ্য।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০২/২০১৯বাঃ