ব্লগে প্রকাশক থাকলে ভালো হতো
ব্লগে প্রকাশক থাকলে ভালো হতো
ব্লগে আমরা অনেকে অনেককিছু লিখছি। ব্লগাররাসহ পাঠক তা পড়ছে। লেখাগুলো রয়ে যাচ্ছে বছরের-পর-বছর। কিন্তু এগুলো সর্বসাধারণের কাছে যাচ্ছে না। এজন্য প্রয়োজন কাগজে মুদ্রিত গ্রন্থ। আর এই কাজটি করে থাকেন প্রকাশকরা।
ব্লগে আমরা অনেক ব্লগার ও পাঠক। কিন্তু প্রকাশক কোথায়? যারা আমাদের বই ছাপাবেন তাদের যেন দেখা পাচ্ছি না। ব্লগে প্রকাশকরা যদি পাঠক হয়ে আমাদের লেখাগুলো পড়েন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়।
প্রকাশকরা আমাদের লেখাগুলো পড়ে উৎকৃষ্ট লেখাগুলো প্রকাশের ব্যবস্থা করতে পারেন। আমাদের গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ এভাবে পৌঁছে যেতে পারে একেবারে সাধারণ পাঠকের হাতে।
নবীন লেখকদের একটু সুযোগ দিতেই হবে। তাদের বই প্রকাশ না করলে লেখক বের হবে কোত্থেকে? সকল ব্লগারের লেখা পড়ার জন্য কিছুসংখ্যক প্রকাশক চাই। আমাদের মতো ব্লগারদের লেখা পড়ার ও প্রকাশের জন্য প্রকাশক চাই।
ব্লগে আমরা অনেকে অনেককিছু লিখছি। ব্লগাররাসহ পাঠক তা পড়ছে। লেখাগুলো রয়ে যাচ্ছে বছরের-পর-বছর। কিন্তু এগুলো সর্বসাধারণের কাছে যাচ্ছে না। এজন্য প্রয়োজন কাগজে মুদ্রিত গ্রন্থ। আর এই কাজটি করে থাকেন প্রকাশকরা।
ব্লগে আমরা অনেক ব্লগার ও পাঠক। কিন্তু প্রকাশক কোথায়? যারা আমাদের বই ছাপাবেন তাদের যেন দেখা পাচ্ছি না। ব্লগে প্রকাশকরা যদি পাঠক হয়ে আমাদের লেখাগুলো পড়েন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়।
প্রকাশকরা আমাদের লেখাগুলো পড়ে উৎকৃষ্ট লেখাগুলো প্রকাশের ব্যবস্থা করতে পারেন। আমাদের গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ এভাবে পৌঁছে যেতে পারে একেবারে সাধারণ পাঠকের হাতে।
নবীন লেখকদের একটু সুযোগ দিতেই হবে। তাদের বই প্রকাশ না করলে লেখক বের হবে কোত্থেকে? সকল ব্লগারের লেখা পড়ার জন্য কিছুসংখ্যক প্রকাশক চাই। আমাদের মতো ব্লগারদের লেখা পড়ার ও প্রকাশের জন্য প্রকাশক চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০৩/২০২০সঠিক কথা ।
-
সেলিম রেজা সাগর ০৯/০৩/২০১৯ঠিক
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৩/২০১৯তাই হোক বন্ধু
পাশে আছি -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০২/২০১৯প্রকাশকরা যদি উদার মনের হয় তাহলো তো ভাল।
-
শামিম ইশতিয়াক ১৭/০২/২০১৯হোক প্রকাশ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০২/২০১৯কোথায় সেই প্রকাশক?