পাথুরে হৃদয়
পাথুরে হৃদয়
সাইয়িদ রফিকুল হক
আদিমযুগে পাথর ঘষে আগুন জ্বালাতো মানুষ,
এখন কাউকে খুঁজতে হবে না আর কোনো পাথর,
আমাদের এই হৃদয়টা আজ পাথরের মতোই,
এখানে একটু হাত লাগিয়ে ঘষা দিলেই জ্বলে উঠবে আগুন!
কত কয়লা যে জমেছে এখানে বলে শেষ হবে না,
দুঃখ-আঘাতটা সহ্য করে আজ হৃদয়টুকু অঙ্গারখনি,
এখানে যেকেউ একটু ফুঁ দিলেই জ্বলে উঠবে আগুন।
কত শত দিন আর বছর ঘুরেফিরে হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ,
সেসব এখন জমে-জমে যেন হয়েছে পাথরের গোডাউন,
এখানে তোমরা একটু ঘষা দিলেই দেখবে অমনি জ্বলে উঠবে
লাল-লেলিহান অগ্নিশিখা! আর সঙ্গে পাবে হৃদয়পোড়ার গন্ধ!
আমাদের এই হৃদয়টুকু আজ পুড়ে-পুড়ে হচ্ছে একেবারে খাক,
কোথাও নাই যে ভালোবাসার আদর-সোহাগের একটুখানি পরশ,
তোমরাই বলো, এত কষ্ট সয়ে হৃদয়টুকু আজ বাঁচবে কেমন করে?
কত যে সুন্দর স্বপ্নে ঘেরা ছিল আমাদের এই ভালোবাসার হৃদয়টুকু,
মানুষের শাপে সেই মনোহর সেই শোভন ফুল আজ পাথুরে হৃদয়!
সাইয়িদ রফিকুল হক
১৫/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
আদিমযুগে পাথর ঘষে আগুন জ্বালাতো মানুষ,
এখন কাউকে খুঁজতে হবে না আর কোনো পাথর,
আমাদের এই হৃদয়টা আজ পাথরের মতোই,
এখানে একটু হাত লাগিয়ে ঘষা দিলেই জ্বলে উঠবে আগুন!
কত কয়লা যে জমেছে এখানে বলে শেষ হবে না,
দুঃখ-আঘাতটা সহ্য করে আজ হৃদয়টুকু অঙ্গারখনি,
এখানে যেকেউ একটু ফুঁ দিলেই জ্বলে উঠবে আগুন।
কত শত দিন আর বছর ঘুরেফিরে হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ,
সেসব এখন জমে-জমে যেন হয়েছে পাথরের গোডাউন,
এখানে তোমরা একটু ঘষা দিলেই দেখবে অমনি জ্বলে উঠবে
লাল-লেলিহান অগ্নিশিখা! আর সঙ্গে পাবে হৃদয়পোড়ার গন্ধ!
আমাদের এই হৃদয়টুকু আজ পুড়ে-পুড়ে হচ্ছে একেবারে খাক,
কোথাও নাই যে ভালোবাসার আদর-সোহাগের একটুখানি পরশ,
তোমরাই বলো, এত কষ্ট সয়ে হৃদয়টুকু আজ বাঁচবে কেমন করে?
কত যে সুন্দর স্বপ্নে ঘেরা ছিল আমাদের এই ভালোবাসার হৃদয়টুকু,
মানুষের শাপে সেই মনোহর সেই শোভন ফুল আজ পাথুরে হৃদয়!
সাইয়িদ রফিকুল হক
১৫/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১৬/০২/২০১৯চমৎকার কবিতা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০২/২০১৯বাঃ
-
রইস উদ্দিন খান আকাশ ১৬/০২/২০১৯বেশ সুন্দর