এই বসন্তে
এই বসন্তে
বসন্ত যে এসে গেল
দেখলে নাতো তুমি!
কোন্ ঘটনায় ডুবে আছে
তোমার মনোভূমি?
চারিদিকে তোমার কত
আছে প্রিয়জন,
তোমার জন্য একটু সময়
আছে তাদের মন?
এই বসন্তে নীরব তুমি
মনটা তোমার নীরস!
বন্ধু তোমায় হঠাৎ করে
কেউ করেছে বশ?
বসন্ত যে এসে গেল
দেখলে নাতো তুমি!
কোন্ ঘটনায় ডুবে আছে
তোমার মনোভূমি?
চারিদিকে তোমার কত
আছে প্রিয়জন,
তোমার জন্য একটু সময়
আছে তাদের মন?
এই বসন্তে নীরব তুমি
মনটা তোমার নীরস!
বন্ধু তোমায় হঠাৎ করে
কেউ করেছে বশ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৭/০২/২০১৯ভাল লাগল কবি
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০২/২০১৯Nice.