ফাগুনরঙে
ফাগুনরঙে
সাইয়িদ রফিকুল হক
এমনি তোমার রূপে মরি আজকে আরও ভীষণ,
বুঝি নাতো বন্ধু তোমার মনের গোপন মিশন!
ফাগুনরঙে সাজলে তুমি হৃদয় করে আনচান,
সত্যি করে ভালোবাসি নয়তো কোনো ভান।
তোমার এমন রূপ যে হবে ভাবি নাই তো আগে,
বসন্তেরই খুন-বাতাসে মন যে হাসে রাগে!
ভালোবাসার ঢেউ জেগেছে ছোট্ট একটা মনে,
এমন সময় কোকিল কেন ডাকলো সুখে বনে!
কৃষ্ণচূড়ার মাতাল-বনে দেখছি খুশির রঙ,
পলাশগুলো ভালোবাসায় করছে নাতো ঢঙ!
তুমি বন্ধু খেলছো কেন লুকোচুরির খেলা,
এসো বন্ধু এই ফাগুনে বসাই প্রেমের মেলা।
সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
এমনি তোমার রূপে মরি আজকে আরও ভীষণ,
বুঝি নাতো বন্ধু তোমার মনের গোপন মিশন!
ফাগুনরঙে সাজলে তুমি হৃদয় করে আনচান,
সত্যি করে ভালোবাসি নয়তো কোনো ভান।
তোমার এমন রূপ যে হবে ভাবি নাই তো আগে,
বসন্তেরই খুন-বাতাসে মন যে হাসে রাগে!
ভালোবাসার ঢেউ জেগেছে ছোট্ট একটা মনে,
এমন সময় কোকিল কেন ডাকলো সুখে বনে!
কৃষ্ণচূড়ার মাতাল-বনে দেখছি খুশির রঙ,
পলাশগুলো ভালোবাসায় করছে নাতো ঢঙ!
তুমি বন্ধু খেলছো কেন লুকোচুরির খেলা,
এসো বন্ধু এই ফাগুনে বসাই প্রেমের মেলা।
সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০২/২০১৯Nice..
-
Tanju H ১৩/০২/২০১৯চমৎকার কবিতা