আত্মসুখী
আত্মসুখী
মনের কথা বলি নাতো এমন কারও কাছে,
ক্ষুব্ধ হয়ে কষ্ট পেয়ে নালিশ করে কেউ পাছে!
নিজের কথা নিজেই বলি অনেক ভালোবেসে,
মাঝে-মাঝে আত্মসুখে একলা উঠি হেসে!
মনের কথা বলি নাতো এমন কারও কাছে,
ক্ষুব্ধ হয়ে কষ্ট পেয়ে নালিশ করে কেউ পাছে!
নিজের কথা নিজেই বলি অনেক ভালোবেসে,
মাঝে-মাঝে আত্মসুখে একলা উঠি হেসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুরনবী সরকার ১০/০২/২০১৯অসাধরণ হয়েছে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০২/২০১৯shundor
-
শেখ ফারুক হোসেন ০৯/০২/২০১৯ভালো