এমপি তুমি মন্ত্রী তুমি
এমপি তুমি মন্ত্রী তুমি
সাইয়িদ রফিকুল হক
এমপি তুমি মন্ত্রী তুমি কীসের কর বড়াই?
তোমার জন্য লক্ষ কর্মী করছে মাঠে লড়াই।
কর্মী চেনো? টাউট চেনো? চিনলে ধরো কর্মী,
তাদের দুঃখে হও না তুমি একটু সহমর্মী।
ভালোবাসার মানুষ ফেলে ধরছো তুমি কাদের?
টাউটগুলো নেতা সাজে চরিত্র নাই যাদের।
তোমার জন্য জীবন দেওয়া কর্মী পায় না ঠাঁই!
রাজাকারের নাতি-পুতি তারা তোমার ভাই!
এমপি তুমি মন্ত্রী তুমি আজকে তোমার পসার!
কিন্তু তোমার উত্থানে যে কর্মীরা সব সসার।
মন্ত্রী হবে এমপি হবে কর্মী ভালোবেসে,
নইলে তোমার ভবিষ্যৎ যে কাটবে শুধু কেশে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
এমপি তুমি মন্ত্রী তুমি কীসের কর বড়াই?
তোমার জন্য লক্ষ কর্মী করছে মাঠে লড়াই।
কর্মী চেনো? টাউট চেনো? চিনলে ধরো কর্মী,
তাদের দুঃখে হও না তুমি একটু সহমর্মী।
ভালোবাসার মানুষ ফেলে ধরছো তুমি কাদের?
টাউটগুলো নেতা সাজে চরিত্র নাই যাদের।
তোমার জন্য জীবন দেওয়া কর্মী পায় না ঠাঁই!
রাজাকারের নাতি-পুতি তারা তোমার ভাই!
এমপি তুমি মন্ত্রী তুমি আজকে তোমার পসার!
কিন্তু তোমার উত্থানে যে কর্মীরা সব সসার।
মন্ত্রী হবে এমপি হবে কর্মী ভালোবেসে,
নইলে তোমার ভবিষ্যৎ যে কাটবে শুধু কেশে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০২/২০১৯nice