কর্মী তুমি
কর্মী তুমি
তোমরা শুধু গুলি খাবে মরবে আমার সুখের জন্য,
তোমার ভোটে নেতা হয়ে করবো তোমার জীবন ধন্য!
কর্মী তুমি কর্মী হয়ে চিরদিন যে রবে আমার কেনা,
মাঝে-মাঝে একটু হাসি শোধ করিবে তোমার দেনা!
তোমরা শুধু গুলি খাবে মরবে আমার সুখের জন্য,
তোমার ভোটে নেতা হয়ে করবো তোমার জীবন ধন্য!
কর্মী তুমি কর্মী হয়ে চিরদিন যে রবে আমার কেনা,
মাঝে-মাঝে একটু হাসি শোধ করিবে তোমার দেনা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনি বিশ্বাস ০৬/০২/২০১৯উহ, কথা সত্যি। শুভেচ্ছা রইল কবিবন্ধু।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০২/২০১৯valo