মন ভালো না
মন ভালো না
মন ভালো না মন ভালো না,
দুঃখকথা তোমরা আমায়
আজকে বেশি বোলো না।
মনের ভিতর দুঃখ বেড়ে
খাচ্ছি ভীষণ বিষম,
কষ্টগুলো হঠাৎ করে
হচ্ছে যেন যম!
মন ভালো না মন ভালো না,
মনখারাপের বন্ধুরা সব
আজকে আমায় আর ডেকো না।
মন ভালো না মন ভালো না,
দুঃখকথা তোমরা আমায়
আজকে বেশি বোলো না।
মনের ভিতর দুঃখ বেড়ে
খাচ্ছি ভীষণ বিষম,
কষ্টগুলো হঠাৎ করে
হচ্ছে যেন যম!
মন ভালো না মন ভালো না,
মনখারাপের বন্ধুরা সব
আজকে আমায় আর ডেকো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০২/২০১৯shundor
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০২/২০১৯বেশ ভালো লাগলো।
বিরহ কাতর।! -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০২/২০১৯চমৎকার