চোখের আলো
চোখের আলো
চোখের আলো নিভলে তোমার থেকো নাকো বসে,
মনের আলো জ্বালাও তুমি, পড়বে আঁধার খসে।
বুকের ভিতর আলোর ভুবন করছে ভীষণ খেলা,
মনআলোকে হৃদয়জুড়ে বসাও এবার মেলা।
চোখের আলো নিভলে তোমার থেকো নাকো বসে,
মনের আলো জ্বালাও তুমি, পড়বে আঁধার খসে।
বুকের ভিতর আলোর ভুবন করছে ভীষণ খেলা,
মনআলোকে হৃদয়জুড়ে বসাও এবার মেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৪/০২/২০১৯সুন্দর
-
টি এম আমান উল্লাহ ৩১/০১/২০১৯বেশ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩১/০১/২০১৯বাঃ
-
আবদুল্লাহ আল রাফি ৩০/০১/২০১৯গঅদ