গোলাপ-বাগান
গোলাপ-বাগান
গোলাপ-বাগান শুকিয়ে যায়, আর ফোটে না গোলাপ,
বুকের ভিতর গোলাপ ফোটাও করছো কেন বিলাপ?
মনটা তোমার পলিমাটি করতে পারো কোনোমতে যদি,
দেখবে তখন মনের ভিতর বইবে বিরাট গোলাপজলের নদী!
গোলাপ-বাগান শুকিয়ে যায়, আর ফোটে না গোলাপ,
বুকের ভিতর গোলাপ ফোটাও করছো কেন বিলাপ?
মনটা তোমার পলিমাটি করতে পারো কোনোমতে যদি,
দেখবে তখন মনের ভিতর বইবে বিরাট গোলাপজলের নদী!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০১/২০১৯সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/০১/২০১৯অনেক ভাল কবিতা।
শুভেচ্ছা কবি।