বুকের ভিতর বারুদ জ্বলে
বুকের ভিতর বারুদ জ্বলে
চোখের পাতা বুঁজে আসে কত গভীর দুঃখে,
তবুও দেখি কষ্ট-হাসি লেগে আছে মুখে!
বুকের ভিতর বারুদ জ্বলে ভয়াল শোকানলে,
জ্বালামুখের আগুন নেভে চোখের একটু জলে?
চোখের পাতা বুঁজে আসে কত গভীর দুঃখে,
তবুও দেখি কষ্ট-হাসি লেগে আছে মুখে!
বুকের ভিতর বারুদ জ্বলে ভয়াল শোকানলে,
জ্বালামুখের আগুন নেভে চোখের একটু জলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০১/২০১৯সুন্দর সাজানো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০১/২০১৯বাঃ বাঃ