বন্দিশালার নিরানন্দে
বন্দিশালার নিরানন্দে
বন্দিশালার নিরানন্দে মনটা যখন উচাটন,
তোমার মনের ভালোবাসা হইছে তখন উৎপাটন!
একটু আশার পাইনি ছোঁয়া এমন কারও কাছে,
মন বলে তাই এই দুনিয়ায় ভালোবাসা এখনও কি আছে?
বন্দিশালার নিরানন্দে মনটা যখন উচাটন,
তোমার মনের ভালোবাসা হইছে তখন উৎপাটন!
একটু আশার পাইনি ছোঁয়া এমন কারও কাছে,
মন বলে তাই এই দুনিয়ায় ভালোবাসা এখনও কি আছে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০১/২০১৯valo
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০১/২০১৯nice
-
শাহজাদা আল হাবীব ২৪/০১/২০১৯বাহ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০১/২০১৯বাঃ