না পাওয়ার যন্ত্রণা
না পাওয়ার যন্ত্রণা
খুব সাধনার জিনিসগুলো যায় হারিয়ে হঠাৎ করে,
দুঃখগুলো জমে তখন একনিমিষে ছোট্ট মনটা ভরে।
হাত বাড়ালে সব মেলে না তবুও কেন বুঝতে চায় না মন?
না পাওয়ার ওই নেশায় পড়ে কতজনে হারায় বুকের ধন!
খুব সাধনার জিনিসগুলো যায় হারিয়ে হঠাৎ করে,
দুঃখগুলো জমে তখন একনিমিষে ছোট্ট মনটা ভরে।
হাত বাড়ালে সব মেলে না তবুও কেন বুঝতে চায় না মন?
না পাওয়ার ওই নেশায় পড়ে কতজনে হারায় বুকের ধন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২১/০১/২০১৯বাহ! অনেক ভাল লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০১/২০১৯বাঃ