কাঁদার ইচ্ছে
কাঁদার ইচ্ছে
কাঁদার ইচ্ছে ছিল নাতো তখন মনে কত বল,
এখন আমার কাঁদতে একটু ইচ্ছে করে
চোখে নাই যে বল!
বুকের ভিতর স্বপ্ন ছিল দিলেন সবই মুছে তিনি,
আমায়-তোমায় একটু খেলার সুযোগ দিলেন যিনি।
কাঁদার ইচ্ছে ছিল নাতো তখন মনে কত বল,
এখন আমার কাঁদতে একটু ইচ্ছে করে
চোখে নাই যে বল!
বুকের ভিতর স্বপ্ন ছিল দিলেন সবই মুছে তিনি,
আমায়-তোমায় একটু খেলার সুযোগ দিলেন যিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০১/২০১৯বাঃ বাঃ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০১/২০১৯shundor
-
তাওহীদুল ইসলাম তুহিন ২০/০১/২০১৯শুভেচ্ছা রইলো। নিয়মিত ব্লগে আসার আমন্ত্রণ
-
শেখ ফারুক হোসেন ১৯/০১/২০১৯আর একটু পরিষ্কার করা দরকার
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০১/২০১৯সুন্দর কাব্য