ভালোবাসার গুণে
ভালোবাসার গুণে
এসো ভালোবাসি
আর গান গাই জোরে,
ভালোবাসার গুণে
ফুল ফোটাবো জীবনভোরে।
বসন্তের আদরস্পর্শে
জেগে উঠবে জীর্ণ জীবন,
ভালোবাসা ভুলে
তুমি বন্ধু কেন চাইবে মরণ?
এসো ভালোবাসি
আর গান শুনি কান পেতে,
ভালোবাসার জোরে
আমাদের হবে বহুদূর যেতে।
এসো ভালোবাসি
আর গান গাই জোরে,
ভালোবাসার গুণে
ফুল ফোটাবো জীবনভোরে।
বসন্তের আদরস্পর্শে
জেগে উঠবে জীর্ণ জীবন,
ভালোবাসা ভুলে
তুমি বন্ধু কেন চাইবে মরণ?
এসো ভালোবাসি
আর গান শুনি কান পেতে,
ভালোবাসার জোরে
আমাদের হবে বহুদূর যেতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালাম আলী আহসান ১৮/০১/২০১৯ভাল হয়েছে। চালিয়ে যাও।
-
আশিস চৌধুরী ১৮/০১/২০১৯কবিতায় সুন্দর বার্তা ভালো লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০১/২০১৯Nice
-
ন্যান্সি দেওয়ান ১৮/০১/২০১৯Darun...