তোমার ভিতরটা
তোমার ভিতরটা
তোমার মুখে মধুর হাসি ভিতরটাতে তিতা,
সবকিছু তাই জেনেশুনে কে হবে যে মিতা!
মনের ভিতর দারুণ ব্যাধি সারবে নাতো আর,
এমন করে সুখের পথে হবে নাকি পার?
তোমার মুখে মধুর হাসি ভিতরটাতে তিতা,
সবকিছু তাই জেনেশুনে কে হবে যে মিতা!
মনের ভিতর দারুণ ব্যাধি সারবে নাতো আর,
এমন করে সুখের পথে হবে নাকি পার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৬/০১/২০১৯সুন্দর
-
টি এম আমান উল্লাহ ১৩/০১/২০১৯সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০১/২০১৯aha