তোমার চোখে দেখেছি আলো
তোমার চোখে দেখেছি আলো
আজ সকালে তোমার চোখে দেখেছি যে আলো!
গতরাতের স্বপ্নমাখা রাতটা বুঝি ছিল ভীষণ ভালো?
মনের ভিতর জমেনি তো এমন কোনো আঁধার?
একনিমিষে ভেঙে ফেল সকল পাহাড় বাধার।
আজ সকালে তোমার চোখে দেখেছি যে আলো!
গতরাতের স্বপ্নমাখা রাতটা বুঝি ছিল ভীষণ ভালো?
মনের ভিতর জমেনি তো এমন কোনো আঁধার?
একনিমিষে ভেঙে ফেল সকল পাহাড় বাধার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০১/২০১৯বাঃ
-
এম ডি সবুজ ১২/০১/২০১৯চমৎকার
-
আশা মনি ১২/০১/২০১৯দারুন হয়েছে।
-
এস কে শুভ ১১/০১/২০১৯খুব ভাল লিখেছেন