মনের ভিতর আগুনলাগা নদী
মনের ভিতর আগুনলাগা নদী
মনের ভিতর আগুনলাগা বিরাট একখান নদী,
একটুখানি শীতল জলে নিভাতো কেউ যদি!
পাশের বাড়ি অনেক মানুষ কেউ দেখে না চেয়ে,
নাকি বন্ধু, তোমার মনেও দুঃখ আছে ছেয়ে?
মনের ভিতর আগুনলাগা বিরাট একখান নদী,
একটুখানি শীতল জলে নিভাতো কেউ যদি!
পাশের বাড়ি অনেক মানুষ কেউ দেখে না চেয়ে,
নাকি বন্ধু, তোমার মনেও দুঃখ আছে ছেয়ে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ১৩/০১/২০১৯আগুনলাগা নদী=আগুন নদী!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০১/২০১৯nice