আমার চোখের জল
আমার চোখের জলসমূহ লাগছে নাতো ভালো,
পরের দুঃখ বোঝো না যে হৃদয় তোমার কালো।
দুঃখীজনের দুঃখ দেখে হাসছো তুমি সুখে,
অহংকারী, মেঘের ছায়া জমবে তোমার মুখে।
পরের দুঃখ বোঝো না যে হৃদয় তোমার কালো।
দুঃখীজনের দুঃখ দেখে হাসছো তুমি সুখে,
অহংকারী, মেঘের ছায়া জমবে তোমার মুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৯/০১/২০১৯Valo legeche..
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০১/২০১৯Nice..