সত্যের জয়
সত্যের জয় হয়,
মনে কেন ভয়?
সাহস রাখো বুকে,
ফুটবে হাসি মুখে।
জয় বাঙালির জয়,
মিথ্যাবাদীর ক্ষয়।
পাপীরা সব রসাতলে,
ভাসবে শুধু চোখের জলে।
জয় সত্যের জয়,
মনে নাই আর ভয়।
মনে কেন ভয়?
সাহস রাখো বুকে,
ফুটবে হাসি মুখে।
জয় বাঙালির জয়,
মিথ্যাবাদীর ক্ষয়।
পাপীরা সব রসাতলে,
ভাসবে শুধু চোখের জলে।
জয় সত্যের জয়,
মনে নাই আর ভয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ৩১/১২/২০১৮awesome