বীর-বাঙালি ওঠো জেগে
বীর-বাঙালি ওঠো জেগে
সাইয়িদ রফিকুল হক
জনসমুদ্রে আজকে দেখি জাগছে ভীষণ জোয়ার,
দেশের বুকে মুক্তিসেনা হচ্ছে আবার সওয়ার।
মানুষজনের ভালোবাসায় উড়ছে জাতির পাল,
বীর-বাঙালি নিজের ভুলে কাটবে নারে খাল।
দেশের ভালো চাইলে সবাই ওঠো এবার জেগে,
রাজাকারদের রুখে দিতে দাঁড়াও ঝড়ের বেগে।
বাংলাদেশের সবুজ বুকে থাকবে নারে শকুন,
রাজাকারদের হাতে যেন ঝরে না আর খুন।
রাত পোহালেই শুনবে সবাই মুক্তিসেনার শোর,
স্বাধীনতার পক্ষশক্তি আনবে আবার ভোর।
মুক্তিযুদ্ধের বাংলাদেশে দিবো সবাই ভোট,
একনিমিষে হেরে যাবে রাজাকারদের জোট।
সাইয়িদ রফিকুল হক
২৭/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
জনসমুদ্রে আজকে দেখি জাগছে ভীষণ জোয়ার,
দেশের বুকে মুক্তিসেনা হচ্ছে আবার সওয়ার।
মানুষজনের ভালোবাসায় উড়ছে জাতির পাল,
বীর-বাঙালি নিজের ভুলে কাটবে নারে খাল।
দেশের ভালো চাইলে সবাই ওঠো এবার জেগে,
রাজাকারদের রুখে দিতে দাঁড়াও ঝড়ের বেগে।
বাংলাদেশের সবুজ বুকে থাকবে নারে শকুন,
রাজাকারদের হাতে যেন ঝরে না আর খুন।
রাত পোহালেই শুনবে সবাই মুক্তিসেনার শোর,
স্বাধীনতার পক্ষশক্তি আনবে আবার ভোর।
মুক্তিযুদ্ধের বাংলাদেশে দিবো সবাই ভোট,
একনিমিষে হেরে যাবে রাজাকারদের জোট।
সাইয়িদ রফিকুল হক
২৭/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ৩১/১২/২০১৮right
-
পি পি আলী আকবর ৩১/১২/২০১৮ভালো
-
নীল মেঘ ২৮/১২/২০১৮ভালো লিখেছেন
-
শামিম ইশতিয়াক ২৭/১২/২০১৮ভালো লাগলো