আমার কিছু হতে ইচ্ছে করে না
আমার কিছু হতে ইচ্ছে করে না
সাইয়িদ রফিকুল হক
আমার কিছুই হতে ইচ্ছে করে না
ইচ্ছে করে শুধু নরম রোদে শুয়ে থাকতে
আমার কিছুই ভালো লাগে না
ভালো লাগে শুধু নীলআকাশের তারা গুনতে
আমার কিছুই হতে ইচ্ছে করে না
ইচ্ছে করে শুধু দাঁতালগুলোর মুখে জুতা মারতে
আমার কিছুই ভালো লাগে না
ভালো লাগে শুধু দেশদ্রোহীদের মুখে জুতা মারতে
আমার কিছুই করতে ইচ্ছে করে না
ইচ্ছে করে শুধু দেশের শত্রুদের ক্রমাগত থাপড়াতে
আমার কিছুই হতে ইচ্ছে করে না
ইচ্ছে করে ভণ্ডশুয়োরগুলোকে পিটিয়ে দেশছাড়া করতে
আমার কিছুই ভালো লাগে না
ভালো লাগে শুধু মানুষের মতো মানুষের বিজয় দেখতে।
সাইয়িদ রফিকুল হক
২৫/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আমার কিছুই হতে ইচ্ছে করে না
ইচ্ছে করে শুধু নরম রোদে শুয়ে থাকতে
আমার কিছুই ভালো লাগে না
ভালো লাগে শুধু নীলআকাশের তারা গুনতে
আমার কিছুই হতে ইচ্ছে করে না
ইচ্ছে করে শুধু দাঁতালগুলোর মুখে জুতা মারতে
আমার কিছুই ভালো লাগে না
ভালো লাগে শুধু দেশদ্রোহীদের মুখে জুতা মারতে
আমার কিছুই করতে ইচ্ছে করে না
ইচ্ছে করে শুধু দেশের শত্রুদের ক্রমাগত থাপড়াতে
আমার কিছুই হতে ইচ্ছে করে না
ইচ্ছে করে ভণ্ডশুয়োরগুলোকে পিটিয়ে দেশছাড়া করতে
আমার কিছুই ভালো লাগে না
ভালো লাগে শুধু মানুষের মতো মানুষের বিজয় দেখতে।
সাইয়িদ রফিকুল হক
২৫/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশা মনি ২৭/১২/২০১৮দাতাল কি?
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/১২/২০১৮বাঃ
-
আশা মনি ২৬/১২/২০১৮nice