অন্ধকারের পশুগুলো
অন্ধকারের পশুগুলো
সাইয়িদ রফিকুল হক
মানুষজনের রক্ত দেখে হাসে যারা অন্ধকারে,
বন্দী তাদের করতে হবে জমাটবদ্ধ কারাগারে।
এদের মতো পশুগুলো বাইরে কেন বসে?
এবার সবাই চাবুক চালাও পশুর বুকে কষে।
দেশের শত্রু সবাই মিলে করতে হবে নির্মূল,
নইলে জাতির হবে বিরাট ক্ষতি কিংবা ভুল।
পশুর বুকে প্রেম জাগে না, জাগে শুধু হিংসা,
সোনার দেশে খতম কর ওদের পাপের কিসসা।
মানুষগুলো কোথায় আছে? জাগবে আবার কবে?
দেশের বুকে সোনার মানুষ জন্ম নিবে তবে।
অন্ধকারের পশুগুলো খেলছে ভীষণ খেলা,
এবার থেকে ভাঙতে হবে ওদের মিলনমেলা।
সাইয়িদ রফিকুল হক
২২/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মানুষজনের রক্ত দেখে হাসে যারা অন্ধকারে,
বন্দী তাদের করতে হবে জমাটবদ্ধ কারাগারে।
এদের মতো পশুগুলো বাইরে কেন বসে?
এবার সবাই চাবুক চালাও পশুর বুকে কষে।
দেশের শত্রু সবাই মিলে করতে হবে নির্মূল,
নইলে জাতির হবে বিরাট ক্ষতি কিংবা ভুল।
পশুর বুকে প্রেম জাগে না, জাগে শুধু হিংসা,
সোনার দেশে খতম কর ওদের পাপের কিসসা।
মানুষগুলো কোথায় আছে? জাগবে আবার কবে?
দেশের বুকে সোনার মানুষ জন্ম নিবে তবে।
অন্ধকারের পশুগুলো খেলছে ভীষণ খেলা,
এবার থেকে ভাঙতে হবে ওদের মিলনমেলা।
সাইয়িদ রফিকুল হক
২২/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ২৩/১২/২০১৮চমৎকার কবিতা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/১২/২০১৮bahh
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/১২/২০১৮বাঃ