বুকপকেটে কষ্ট চেপে
বুকপকেটে কষ্ট চেপে
সাইয়িদ রফিকুল হক
বুকপকেটে কষ্ট চেপে
খুঁজেছি তাকে অনেকদিন,
একটুখানি কষ্ট তাকে বিলিয়ে দিয়ে
শোধ করবো ভালোবাসার ঋণ।
কষ্টগুলো বলতে গেলে এমনকিছু নয়
একটু ভারী একটু চাপা,
তবু আমার কষ্টগুলো দেখতে ভালো
ভীষণভাবে দুঃখে মাপা!
বুকপকেটে কষ্ট চেপে
ঘুরে বেড়াই দুঃখটাকে ভালোবেসে,
তবুও কেউ কথা বলে না মনটা খুলে
খুব খুশিতে একটু হেসে!
কষ্ট চেপে পাগল হয়ে ঘুরে বেড়াই
আর যে খুঁজি মনের ভুলে একজনকে,
বুকপকেটে যত্নে রাখা কষ্ট থেকে
একটুখানি দিবো যে তুলে তাকে।
সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বুকপকেটে কষ্ট চেপে
খুঁজেছি তাকে অনেকদিন,
একটুখানি কষ্ট তাকে বিলিয়ে দিয়ে
শোধ করবো ভালোবাসার ঋণ।
কষ্টগুলো বলতে গেলে এমনকিছু নয়
একটু ভারী একটু চাপা,
তবু আমার কষ্টগুলো দেখতে ভালো
ভীষণভাবে দুঃখে মাপা!
বুকপকেটে কষ্ট চেপে
ঘুরে বেড়াই দুঃখটাকে ভালোবেসে,
তবুও কেউ কথা বলে না মনটা খুলে
খুব খুশিতে একটু হেসে!
কষ্ট চেপে পাগল হয়ে ঘুরে বেড়াই
আর যে খুঁজি মনের ভুলে একজনকে,
বুকপকেটে যত্নে রাখা কষ্ট থেকে
একটুখানি দিবো যে তুলে তাকে।
সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৪/১২/২০১৮ভালোই লিখেছেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/১২/২০১৮Nice
-
নাসরীন আক্তার রুবি ২২/১২/২০১৮Nice