মানুষকে ভালোবাসতে হবে
মানুষকে ভালোবাসতে হবে
আমরা অনেক বড় হচ্ছি। কত স্বপ্ন আমাদের চোখে। আমরা সবাই বড় হতে চাই। সবাই বড়-বড় অফিসার হওয়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে বসে রয়েছি। আর লাভের হিসাব কষতে সবার ভালো লাগে। নিজের স্বার্থ আরও বেশি আরামদায়ক।
আমরা ধনী হতে চাই। বড় হতে চাই। মানী হতে চাই। জ্ঞানী হতে চাই। কিন্তু কেউ মানুষ হতে চাই না! কারও মধ্যে মানুষ হওয়ার স্বপ্ন চাই! আমরা সবাই শুধু বড় হতে চাই! আসলে, আমরা কী হচ্ছি? আর কোথায় আমাদের গন্তব্য?
জীবনে যাই হই না কেন আমাদের সবার আগে মানুষ হতে হবে। আর মানুষকে ভালোবাসতে হবে।
আমরা অনেক বড় হচ্ছি। কত স্বপ্ন আমাদের চোখে। আমরা সবাই বড় হতে চাই। সবাই বড়-বড় অফিসার হওয়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে বসে রয়েছি। আর লাভের হিসাব কষতে সবার ভালো লাগে। নিজের স্বার্থ আরও বেশি আরামদায়ক।
আমরা ধনী হতে চাই। বড় হতে চাই। মানী হতে চাই। জ্ঞানী হতে চাই। কিন্তু কেউ মানুষ হতে চাই না! কারও মধ্যে মানুষ হওয়ার স্বপ্ন চাই! আমরা সবাই শুধু বড় হতে চাই! আসলে, আমরা কী হচ্ছি? আর কোথায় আমাদের গন্তব্য?
জীবনে যাই হই না কেন আমাদের সবার আগে মানুষ হতে হবে। আর মানুষকে ভালোবাসতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/১২/২০১৮দারুণ
-
নাসরীন আক্তার রুবি ২০/১২/২০১৮ভালো লাগলো
-
ব্লগার মাহমুদুর রহমান ১৯/১২/২০১৮জীবনে বড় কিছু হতে হলে সবার আগে প্রয়োজন ভালো একজন মানুষ হওয়ায়।কথা আছে আপন ভালো তো দুনিয়া ভালো।