পাকিস্তানী গাধাগুলো
পাকিস্তানী গাধাগুলো
সাইয়িদ রফিকুল হক
পাকিস্তানী গাধাগুলো খাচ্ছে শুধু মূলো,
বাংলাদেশে নাশকতা সৃষ্টি করে
চাইছে দিতে সবার চোখে ধূলো!
নিজের দেশের হাঁড়িগুলো শূন্য একেবারে,
তবুও দেখি নাশকতার ফন্দি ওরা করে।
আমার দেশের নির্বাচনে লাগবে নাতো ছাগল,
একাত্তরের কালসাপেরা হচ্ছে আবার পাগল।
এদের হাতে অর্থ আছে আরও টাকার পাহাড়,
তাইতে দেখি ওদের মাথায় নাশকতার বাহার!
ভণ্ডগুলো নগ্ন হয়ে পরকে বলে কাপড় পরতে,
পাকিস্তানী গাধাগুলো লাফায় কাদের শর্তে?
পাকিস্তানী গাধাগুলো খাচ্ছে শুধু মূলো,
আরও ভীষণ মদের নেশায় মত্ত হয়ে
বাংলাদেশে উড়ায় শুধু নাশকতার ধূলো।
ওদের চোখে শরম নাইরে ওরা বনের পশু,
রাজনীতিতে এখনও যে ওরা অনেক শিশু।
সাইয়িদ রফিকুল হক
১৮/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
পাকিস্তানী গাধাগুলো খাচ্ছে শুধু মূলো,
বাংলাদেশে নাশকতা সৃষ্টি করে
চাইছে দিতে সবার চোখে ধূলো!
নিজের দেশের হাঁড়িগুলো শূন্য একেবারে,
তবুও দেখি নাশকতার ফন্দি ওরা করে।
আমার দেশের নির্বাচনে লাগবে নাতো ছাগল,
একাত্তরের কালসাপেরা হচ্ছে আবার পাগল।
এদের হাতে অর্থ আছে আরও টাকার পাহাড়,
তাইতে দেখি ওদের মাথায় নাশকতার বাহার!
ভণ্ডগুলো নগ্ন হয়ে পরকে বলে কাপড় পরতে,
পাকিস্তানী গাধাগুলো লাফায় কাদের শর্তে?
পাকিস্তানী গাধাগুলো খাচ্ছে শুধু মূলো,
আরও ভীষণ মদের নেশায় মত্ত হয়ে
বাংলাদেশে উড়ায় শুধু নাশকতার ধূলো।
ওদের চোখে শরম নাইরে ওরা বনের পশু,
রাজনীতিতে এখনও যে ওরা অনেক শিশু।
সাইয়িদ রফিকুল হক
১৮/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/১২/২০১৮valo
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/১২/২০১৮Good.