মৃত্যুর ভয়
মৃত্যুর ভয়
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুর ভয়ে কাঁদে নাকো তোমার পাষাণ মন,
এখনও যে দুই হাতে তাই কুড়াচ্ছো সব ধন!
মরণের ভাঁজ দেখছি নাকো তোমার কপালে,
ধন-ভাণ্ডার মৃত্যু রুখতে পারেনি যে গোপালে!
মৃত্যুর ভয়টা তোদের মনে আসবে কবে পাগল?
দুনিয়ালোভে যা-তা খাচ্ছিস তোরা তো সব ছাগল!
মানুষ হতে একটু ইচ্ছা জাগে না কি তোদের মনে?
আর কতকাল ডুবে থাকবি হারাম-পথের ধনে?
চেয়ে দেখরে বেভুল-কানা কত মানুষ আজ কবরে,
লাভ নাই তাদের ধনে-মানে আর দুনিয়ার খবরে।
মৃত্যুর ভয়ে ফিরে আয়রে পাপের পথটা ছেড়ে,
একদিন হঠাৎ আজরাইল তোর সবই নিবে কেড়ে!
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মৃত্যুর ভয়ে কাঁদে নাকো তোমার পাষাণ মন,
এখনও যে দুই হাতে তাই কুড়াচ্ছো সব ধন!
মরণের ভাঁজ দেখছি নাকো তোমার কপালে,
ধন-ভাণ্ডার মৃত্যু রুখতে পারেনি যে গোপালে!
মৃত্যুর ভয়টা তোদের মনে আসবে কবে পাগল?
দুনিয়ালোভে যা-তা খাচ্ছিস তোরা তো সব ছাগল!
মানুষ হতে একটু ইচ্ছা জাগে না কি তোদের মনে?
আর কতকাল ডুবে থাকবি হারাম-পথের ধনে?
চেয়ে দেখরে বেভুল-কানা কত মানুষ আজ কবরে,
লাভ নাই তাদের ধনে-মানে আর দুনিয়ার খবরে।
মৃত্যুর ভয়ে ফিরে আয়রে পাপের পথটা ছেড়ে,
একদিন হঠাৎ আজরাইল তোর সবই নিবে কেড়ে!
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৭/১২/২০১৮শুভেচ্ছা
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১২/২০১৮shundor
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/১২/২০১৮বাঃ
-
মুন্সি আব্দুল কাদির ১৩/১২/২০১৮ভাল লিখেছেন কবি l
-
সাইদ খোকন নাজিরী ১৩/১২/২০১৮মরার পরে বাঁচবি কয়দিন ভাবরে একবার মন
মরার পরে লোকের মাঝে থাকবে বেঁচে জনম জনম। -
শেখ ফারুক হোসেন ১২/১২/২০১৮অসাধারণ