www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যুর ভয়

মৃত্যুর ভয়
সাইয়িদ রফিকুল হক

মৃত্যুর ভয়ে কাঁদে নাকো তোমার পাষাণ মন,
এখনও যে দুই হাতে তাই কুড়াচ্ছো সব ধন!
মরণের ভাঁজ দেখছি নাকো তোমার কপালে,
ধন-ভাণ্ডার মৃত্যু রুখতে পারেনি যে গোপালে!

মৃত্যুর ভয়টা তোদের মনে আসবে কবে পাগল?
দুনিয়ালোভে যা-তা খাচ্ছিস তোরা তো সব ছাগল!
মানুষ হতে একটু ইচ্ছা জাগে না কি তোদের মনে?
আর কতকাল ডুবে থাকবি হারাম-পথের ধনে?

চেয়ে দেখরে বেভুল-কানা কত মানুষ আজ কবরে,
লাভ নাই তাদের ধনে-মানে আর দুনিয়ার খবরে।
মৃত্যুর ভয়ে ফিরে আয়রে পাপের পথটা ছেড়ে,
একদিন হঠাৎ আজরাইল তোর সবই নিবে কেড়ে!


সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুসা খান ১৭/১২/২০১৮
    শুভেচ্ছা
  • আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক।
  • shundor
  • বাঃ
  • ভাল লিখেছেন কবি l
  • মরার পরে বাঁচবি কয়দিন ভাবরে একবার মন
    মরার পরে লোকের মাঝে থাকবে বেঁচে জনম জনম।
  • অসাধারণ
 
Quantcast