ভুল ভাঙেনি
ভুল ভাঙেনি
সাইয়িদ রফিকুল হক
ভুল ভাঙেনি ভুলের দোষে ভুল যে কাছে টানে,
সত্যপ্রীতির মিথ্যাপ্রেমে বিবেকটা তাই কটাক্ষ হানে!
বুকের ভিতর মিথ্যা রেখে সত্য বলার চেষ্টা কত!
মানুষ তুমি অধম হয়ে এমনতর হবে আরও নত?
দেখলে তাকে কত ভালো হয় যে মানুষ মনে,
কাছে গিয়ে দেখলে তারে চমকে উঠবে জনে।
পশুর মতো মানুষগুলো হচ্ছে কত লেবাসধারী!
জোব্বা গায়ে ভণ্ডগুলো ভীষণরকম স্বেচ্ছাচারী।
ভুলসাগরে সারাজীবন করছে যারা সুখে বসবাস,
ভালো তারা হবে নাকো, করবে জাতির সর্বনাশ।
ভুলের কোলে শুয়ে-বসে জীবন যাদের যাচ্ছে কেটে,
ভুল ভাঙেনি তাদের কোনো, ভুল যে তাদের পেটে।
সাইয়িদ রফিকুল হক
১১/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভুল ভাঙেনি ভুলের দোষে ভুল যে কাছে টানে,
সত্যপ্রীতির মিথ্যাপ্রেমে বিবেকটা তাই কটাক্ষ হানে!
বুকের ভিতর মিথ্যা রেখে সত্য বলার চেষ্টা কত!
মানুষ তুমি অধম হয়ে এমনতর হবে আরও নত?
দেখলে তাকে কত ভালো হয় যে মানুষ মনে,
কাছে গিয়ে দেখলে তারে চমকে উঠবে জনে।
পশুর মতো মানুষগুলো হচ্ছে কত লেবাসধারী!
জোব্বা গায়ে ভণ্ডগুলো ভীষণরকম স্বেচ্ছাচারী।
ভুলসাগরে সারাজীবন করছে যারা সুখে বসবাস,
ভালো তারা হবে নাকো, করবে জাতির সর্বনাশ।
ভুলের কোলে শুয়ে-বসে জীবন যাদের যাচ্ছে কেটে,
ভুল ভাঙেনি তাদের কোনো, ভুল যে তাদের পেটে।
সাইয়িদ রফিকুল হক
১১/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১২/১২/২০১৮এক কথায় দারুণ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/১২/২০১৮valo
-
সাইদ খোকন নাজিরী ১২/১২/২০১৮সুন্দর!