কেউটেগুলো
কেউটেগুলো
সাইয়িদ রফিকুল হক
কেউটেগুলো মরছে এখন হিংসাআগুন-পুড়ে,
বিষাক্ত সব ছোবল দেখি সোনার দেশটা জুড়ে!
এদের বুকে নাই যে একটু ভালোবাসার মন্ত্র,
পিছন থেকে ছোবল মারা এদের হলো তন্ত্র!
কেউটেগুলো ফুঁসছে দেখি আগের মতো রাগে,
ছাড়বে নারে মানুষজনকে পেলে এরা বাগে!
এদের বুকে আছে শুধু হিংসাবিষের বিরাট থলি,
এমন পাপের আঙ্গিনায় কি ফোটে প্রেমের কলি?
কেউটেগুলো দেশের শত্রু খুঁজছে বিরাট সুযোগ,
হস্তগত চায় যে করতে নিজের স্বার্থভোগ!
এদের বিষে মরবে জাতি পুড়বে সবার কপাল,
কেউটেগুলো চিনে রেখো দেখবে জাতির সকাল।
আমার দেশের শত্রু হলো কেউটে-সাপের দল,
কত রূপে কত বেশে করছে এরা ছল!
তবুও দেখি আশার বাণী দুলছে জাতির বুকে,
হেঁতাল-লাঠি মারবে সবাই কেউটে-সাপের মুখে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কেউটেগুলো মরছে এখন হিংসাআগুন-পুড়ে,
বিষাক্ত সব ছোবল দেখি সোনার দেশটা জুড়ে!
এদের বুকে নাই যে একটু ভালোবাসার মন্ত্র,
পিছন থেকে ছোবল মারা এদের হলো তন্ত্র!
কেউটেগুলো ফুঁসছে দেখি আগের মতো রাগে,
ছাড়বে নারে মানুষজনকে পেলে এরা বাগে!
এদের বুকে আছে শুধু হিংসাবিষের বিরাট থলি,
এমন পাপের আঙ্গিনায় কি ফোটে প্রেমের কলি?
কেউটেগুলো দেশের শত্রু খুঁজছে বিরাট সুযোগ,
হস্তগত চায় যে করতে নিজের স্বার্থভোগ!
এদের বিষে মরবে জাতি পুড়বে সবার কপাল,
কেউটেগুলো চিনে রেখো দেখবে জাতির সকাল।
আমার দেশের শত্রু হলো কেউটে-সাপের দল,
কত রূপে কত বেশে করছে এরা ছল!
তবুও দেখি আশার বাণী দুলছে জাতির বুকে,
হেঁতাল-লাঠি মারবে সবাই কেউটে-সাপের মুখে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ১০/১২/২০১৮অসাধারণ
-
দীপক কুমার সরকার ০৯/১২/২০১৮খুব ভালো লেগেছে কবি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/১২/২০১৮বাঃ