আশার বাণী
আশার বাণী
সাইয়িদ রফিকুল হক
কষ্টের পাহাড় বুকে নিয়ে দিচ্ছি কত পথ পাড়ি,
পায়ে হাঁটি অনেক কষ্টে নাই যে কোনো গাড়ি!
বিরাট কষ্টের মরুভূমে ছুটে চলি আশার বুকে,
তবুও তো কেউ ভালোবাসার কথা কয় না মুখে!
একটুখানি আশার বাণী পাই না কোথাও খুঁজে,
স্বার্থনেশায় সবাই আছে নিজের চোখটি বুজে।
কষ্টেগড়া জীবন যাদের তাদের ভাবনা আজ কার?
দুঃখীমানুষ কবে পাবে ভাগ্য ফিরে আবার তার?
অজানার পথ সামনে দোলে তবুও চলি উর্ধ্বশ্বাসে,
কষ্টপাহাড় ঠেলে-ঠেলে নতুন কোনো বিশ্বাসে।
মানবপ্রেমের আশার বাণী ফুটুক আবার সবার প্রাণে,
বিশ্বভুবন হবে তখন মুখরিত সৎমানুষের ঘ্রাণে।
সাইয়িদ রফিকুল হক
০৭/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কষ্টের পাহাড় বুকে নিয়ে দিচ্ছি কত পথ পাড়ি,
পায়ে হাঁটি অনেক কষ্টে নাই যে কোনো গাড়ি!
বিরাট কষ্টের মরুভূমে ছুটে চলি আশার বুকে,
তবুও তো কেউ ভালোবাসার কথা কয় না মুখে!
একটুখানি আশার বাণী পাই না কোথাও খুঁজে,
স্বার্থনেশায় সবাই আছে নিজের চোখটি বুজে।
কষ্টেগড়া জীবন যাদের তাদের ভাবনা আজ কার?
দুঃখীমানুষ কবে পাবে ভাগ্য ফিরে আবার তার?
অজানার পথ সামনে দোলে তবুও চলি উর্ধ্বশ্বাসে,
কষ্টপাহাড় ঠেলে-ঠেলে নতুন কোনো বিশ্বাসে।
মানবপ্রেমের আশার বাণী ফুটুক আবার সবার প্রাণে,
বিশ্বভুবন হবে তখন মুখরিত সৎমানুষের ঘ্রাণে।
সাইয়িদ রফিকুল হক
০৭/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার সরকার ১০/১২/২০১৮সুন্দর কবিতা। ভালো থাকবেন কবি।