মুরগীগুলো
মুরগীগুলো
সাইয়িদ রফিকুল হক
মুরগীগুলো বৃদ্ধ এখন, ডিম পাড়ে না আগের মতো,
লাঠিভরে চলছে হেঁটে, বয়সভারে খুব যে নত!
তবুও এদের চলছে খেলা, দেখছে কত পশুর দল,
মুরগীগুলো বৃদ্ধ এখন, আগের মতো নাই যে বল।
তবুও এদের বড়াই কত! হবে নাকি দেশের রাজা!
এদের মাথায় কুটিল বুদ্ধি! মানুষগুলো থাকবে তাজা?
নিজের লাভে মুরগীগুলো দিচ্ছে তা যে পরের ডিমে,
তবুও নাকি করবে লড়াই! এরা সবাই আছে ঝিমে!
মুরগীগুলো বৃদ্ধ এখন, হাঁটতে গেলেও ভীষণ কষ্ট,
তারউপরে ছা-পোনা আর ডিম মিলে যে হলো নষ্ট!
তবুও দেখে মুরগীগুলো নতুনজাতের কত খোয়াব,
মানুষ-মেরে রাজা হবে, এতেই নাকি অনেক সওয়াব!
সাইয়িদ রফিকুল হক
০৪/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মুরগীগুলো বৃদ্ধ এখন, ডিম পাড়ে না আগের মতো,
লাঠিভরে চলছে হেঁটে, বয়সভারে খুব যে নত!
তবুও এদের চলছে খেলা, দেখছে কত পশুর দল,
মুরগীগুলো বৃদ্ধ এখন, আগের মতো নাই যে বল।
তবুও এদের বড়াই কত! হবে নাকি দেশের রাজা!
এদের মাথায় কুটিল বুদ্ধি! মানুষগুলো থাকবে তাজা?
নিজের লাভে মুরগীগুলো দিচ্ছে তা যে পরের ডিমে,
তবুও নাকি করবে লড়াই! এরা সবাই আছে ঝিমে!
মুরগীগুলো বৃদ্ধ এখন, হাঁটতে গেলেও ভীষণ কষ্ট,
তারউপরে ছা-পোনা আর ডিম মিলে যে হলো নষ্ট!
তবুও দেখে মুরগীগুলো নতুনজাতের কত খোয়াব,
মানুষ-মেরে রাজা হবে, এতেই নাকি অনেক সওয়াব!
সাইয়িদ রফিকুল হক
০৪/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/১২/২০১৮shundor
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/১২/২০১৮শুভ সকাল
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/১২/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১২/২০১৮বাঃ
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/১২/২০১৮দারুন রুপক