ভুল কোরো না কেউ
ভুল কোরো না কেউ
সাইয়িদ রফিকুল হক
ভুল করেছো জীবনভরে, করবে কত ভুল?
তোমার ভুলটা ঝরে গিয়ে ফুটবে কবে ফুল?
ভুলের রাজ্যে বসবাসে বাড়বে তোমার মান?
তবুও কেন ভুল করিছো তুমি রহিম খান?
ভুল কোরো না ভুলের রাজা, ভুলটা ফেল ঝেড়ে,
কঠিন ভুলে জীবনটা যে নিবে তোমার কেড়ে!
অনেকজনই ভুল করিয়া কাঁদে পথের ধারে,
ভুলটা এমন মহাপাপ যে কাউকে কি আর ছাড়ে?
ভুল কোরো না ভুলের রাজা, সোজাপথে আসো,
ভুলে ডুবে অন্ধকারে তুমি কেন চুপটি করে হাসো?
ভুল করিয়া বড়াই করে করছো নিজের ক্ষতি,
অহংকারে ডুববে তোমার মনের রূঢ় গতি।
ভুল কোরো না ভুলের রাজা, জীবন বড় ছোট,
আত্মবোধন মনে জাগায় তুমি জেগে ওঠো।
হিসাব করে কদম ফেলে ছুটবে সবার আগে,
দেখবে তুমি, জীবন তোমার উঠবে ভরে রাগে।
সাইয়িদ রফিকুল হক
০৩/১২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভুল করেছো জীবনভরে, করবে কত ভুল?
তোমার ভুলটা ঝরে গিয়ে ফুটবে কবে ফুল?
ভুলের রাজ্যে বসবাসে বাড়বে তোমার মান?
তবুও কেন ভুল করিছো তুমি রহিম খান?
ভুল কোরো না ভুলের রাজা, ভুলটা ফেল ঝেড়ে,
কঠিন ভুলে জীবনটা যে নিবে তোমার কেড়ে!
অনেকজনই ভুল করিয়া কাঁদে পথের ধারে,
ভুলটা এমন মহাপাপ যে কাউকে কি আর ছাড়ে?
ভুল কোরো না ভুলের রাজা, সোজাপথে আসো,
ভুলে ডুবে অন্ধকারে তুমি কেন চুপটি করে হাসো?
ভুল করিয়া বড়াই করে করছো নিজের ক্ষতি,
অহংকারে ডুববে তোমার মনের রূঢ় গতি।
ভুল কোরো না ভুলের রাজা, জীবন বড় ছোট,
আত্মবোধন মনে জাগায় তুমি জেগে ওঠো।
হিসাব করে কদম ফেলে ছুটবে সবার আগে,
দেখবে তুমি, জীবন তোমার উঠবে ভরে রাগে।
সাইয়িদ রফিকুল হক
০৩/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ০৪/১২/২০১৮সুন্দর লিখেছেন কবি l ভাল লাগল
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/১২/২০১৮আপনার কবিতা সব সময় ভালো লাগে
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/১২/২০১৮সুন্দর কনিতা
-
মনিরুজ্জামান/জীবন ০৪/১২/২০১৮চমৎকার
-
ন্যান্সি দেওয়ান ০৩/১২/২০১৮Nice poem.