মানুষগুলো উঠুক জেগে
মানুষগুলো উঠুক জেগে
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন ভাবছে নিজের কথা,
কারও দুঃখে কারও মনে লাগে নাতো ব্যথা!
সবাই যেন অস্থির এখন কীসের যেন যন্ত্রণা,
এদের মনে কে যে দিবে ভালোবাসার মন্ত্রণা!
আগের মতো মানুষ কোথায়? সহজ-সরল প্রাণ,
ভালোবাসা জাগিয়ে তাই এবার কর এদের ত্রাণ।
ভালোমানুষ চাই যে আরও দেশের বুকটা জুড়ে,
নইলে যে ভাই জাতির বিবেক যাবে ভীষণ পুড়ে!
বুকের ব্যথা কমাও ভাইরে মানুষগুলো জাগিয়ে,
সবাই আসো সবার পাশে শুদ্ধমনে হাতটা বাড়িয়ে।
আমরা যদি জেগে উঠি জাগবে তবে সোনার দেশ,
দেখবে তখন থাকবে নাতো মিথ্যা-পাপের লেশ!
ভালোবাসা শক্তি বড় সবাই কেন আছো বসে?
দেশগঠনের রশি এবার সবাই মিলে ধর কষে।
নিজের স্বার্থ যাও না ভুলে, দেখ জাতির আশা,
সব মানুষের বুকে এবার উঠুক জেগে ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন ভাবছে নিজের কথা,
কারও দুঃখে কারও মনে লাগে নাতো ব্যথা!
সবাই যেন অস্থির এখন কীসের যেন যন্ত্রণা,
এদের মনে কে যে দিবে ভালোবাসার মন্ত্রণা!
আগের মতো মানুষ কোথায়? সহজ-সরল প্রাণ,
ভালোবাসা জাগিয়ে তাই এবার কর এদের ত্রাণ।
ভালোমানুষ চাই যে আরও দেশের বুকটা জুড়ে,
নইলে যে ভাই জাতির বিবেক যাবে ভীষণ পুড়ে!
বুকের ব্যথা কমাও ভাইরে মানুষগুলো জাগিয়ে,
সবাই আসো সবার পাশে শুদ্ধমনে হাতটা বাড়িয়ে।
আমরা যদি জেগে উঠি জাগবে তবে সোনার দেশ,
দেখবে তখন থাকবে নাতো মিথ্যা-পাপের লেশ!
ভালোবাসা শক্তি বড় সবাই কেন আছো বসে?
দেশগঠনের রশি এবার সবাই মিলে ধর কষে।
নিজের স্বার্থ যাও না ভুলে, দেখ জাতির আশা,
সব মানুষের বুকে এবার উঠুক জেগে ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮বেশ লিখেছেন
-
সেলিম রেজা সাগর ০১/১২/২০১৮অসাধার।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১২/২০১৮বাঃ