আমার দেশের রাজনীতিটা
আমার দেশের রাজনীতিটা
সাইয়িদ রফিকুল হক
রাজনীতিতে ল্যাং খেয়ে যে হইছে এখন কাকা,
তিনিই এখন বুদ্ধিজীবী তৈলমালিশে পাকা।
টাকা-পয়সার পাহাড় গড়ে তিনি নাকি নেতা!
যদিও বা সব জিনিসের জোটে নাতো ক্রেতা!
এই দেশেতে চলছে এখন বুদ্ধিজীবী-ব্যবসা,
রাজনীতিটা দেখি এখন অনেকেরই পেশা!
লোভপাপীদের খেলতামাশা চলছে দিনে-রাতে,
আমার দেশের রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে!
রাজনীতিটার দোকান খুলে চলছে বেচাকেনা,
এই সুযোগে নষ্টগুলোর বাড়ছে আনাগোনা।
নষ্টগুলো বিকায় নাতো কোনো দোকানপাটে,
তবু দেখি লোভপাপীরা উঠছে কারও হাটে!
দেশের আশা জাতির ভাগ্য করিসনারে নষ্ট,
জাতির ভাগ্যে চাপাসনারে শুধু নিজের কষ্ট!
দেশের স্বার্থে রাজনীতিটা চলছে নাতো বেশি,
লোভআগুনে পুড়ে-পুড়ে দেখাস কেন পেশী?
ভালোমানুষ বাঁচার আশায় ঘুরছে দ্বারে-দ্বারে,
তবু কেন স্বার্থশত্রু করছে আঘাত বারেবারে?
পুরাতন আর বাসি-পচা খাচ্ছে নাতো কেউ,
তবু দেখি ওরাই এখন বাঘের আগে ফেউ!
স্বার্থভোগের মূলনীতিটা করতে হবে বাতিল,
দেশের স্বার্থে ঝেড়ে ফেল অর্থলোভী-কাতিল।
আমার দেশের রাজনীতিটা হবে দেশের স্বার্থে,
সবাই এসো দলে-দলে মিলাই গলা শুধু পরার্থে।
সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৮
সাইয়িদ রফিকুল হক
রাজনীতিতে ল্যাং খেয়ে যে হইছে এখন কাকা,
তিনিই এখন বুদ্ধিজীবী তৈলমালিশে পাকা।
টাকা-পয়সার পাহাড় গড়ে তিনি নাকি নেতা!
যদিও বা সব জিনিসের জোটে নাতো ক্রেতা!
এই দেশেতে চলছে এখন বুদ্ধিজীবী-ব্যবসা,
রাজনীতিটা দেখি এখন অনেকেরই পেশা!
লোভপাপীদের খেলতামাশা চলছে দিনে-রাতে,
আমার দেশের রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে!
রাজনীতিটার দোকান খুলে চলছে বেচাকেনা,
এই সুযোগে নষ্টগুলোর বাড়ছে আনাগোনা।
নষ্টগুলো বিকায় নাতো কোনো দোকানপাটে,
তবু দেখি লোভপাপীরা উঠছে কারও হাটে!
দেশের আশা জাতির ভাগ্য করিসনারে নষ্ট,
জাতির ভাগ্যে চাপাসনারে শুধু নিজের কষ্ট!
দেশের স্বার্থে রাজনীতিটা চলছে নাতো বেশি,
লোভআগুনে পুড়ে-পুড়ে দেখাস কেন পেশী?
ভালোমানুষ বাঁচার আশায় ঘুরছে দ্বারে-দ্বারে,
তবু কেন স্বার্থশত্রু করছে আঘাত বারেবারে?
পুরাতন আর বাসি-পচা খাচ্ছে নাতো কেউ,
তবু দেখি ওরাই এখন বাঘের আগে ফেউ!
স্বার্থভোগের মূলনীতিটা করতে হবে বাতিল,
দেশের স্বার্থে ঝেড়ে ফেল অর্থলোভী-কাতিল।
আমার দেশের রাজনীতিটা হবে দেশের স্বার্থে,
সবাই এসো দলে-দলে মিলাই গলা শুধু পরার্থে।
সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১২/২০১৮সুন্দর হয়েছে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১২/২০১৮খুভ ভাল
-
মনিরুজ্জামান/জীবন ২৯/১১/২০১৮অপূর্ব
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/১১/২০১৮সমসাময়িক বিষয়ে বিশ্লেষিত কবিতা ও দারুণ প্রতিবাদ। আদর্শহীন রাজনীতি এমনই হয়।
বেশ ভাল লাগলো। -
সাঁঝের তারা ২৮/১১/২০১৮ঝেড়ে ফেললে কী হবে? যারা আসবে তারাও একই পথ অনুসরণ করবে। ভাল কবিতা ...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৮/১১/২০১৮বাঃ