আজকে বিরাট খুশির ঈদ
আজকে বিরাট খুশির ঈদ
সাইয়িদ রফিকুল হক
বিশ্বভুবন আজকে হাসে বিরাট খুশির ঈদে,
আজ রাসুলের জন্মদিন যে
থাকিস নারে আজকে কেউ চক্ষু মুদে।
নুরের নবী ধরাধামে এসেছিলেন এদিন,
বিশ্বভুবন মহাসুখে হেসেছিল সেদিন।
বেহেশতেরই পুণ্য রঙে ফুটেছিল হাস্নাহেনা,
রাসুল হলেন নুরের নবী তিনি সবার চেনা।
ভালোবাসার সাগর ছিল আমার নবীর বুকে,
মধুর মতো ফুল যে ফুটতো তাঁরই সুন্দর মুখে।
আজকে সবাই বিরাট ঈদে হাসো ভালোবেসে,
মূর্খরা সব বলবে কথা ভণ্ডপাপীর বেশে।
আমরা সবাই রাসুলপ্রেমে হাসবো মনের সুখে,
আজ রাসুলের জন্মদিনে ফোটাও হাসি মুখে।
বিশ্বভুবন রাসুল চেনে, আমরা থাকবো বসে?
এসো সবাই দরুদ পড়ি ভক্তমনে হর্ষে।
সবার সেরা ঈদের দিনে নুরনবীকে
চিনতে হবে বিরাটবড় আশায়,
পরকালে মিলবে মুক্তি রাসুল-ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
২১/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বিশ্বভুবন আজকে হাসে বিরাট খুশির ঈদে,
আজ রাসুলের জন্মদিন যে
থাকিস নারে আজকে কেউ চক্ষু মুদে।
নুরের নবী ধরাধামে এসেছিলেন এদিন,
বিশ্বভুবন মহাসুখে হেসেছিল সেদিন।
বেহেশতেরই পুণ্য রঙে ফুটেছিল হাস্নাহেনা,
রাসুল হলেন নুরের নবী তিনি সবার চেনা।
ভালোবাসার সাগর ছিল আমার নবীর বুকে,
মধুর মতো ফুল যে ফুটতো তাঁরই সুন্দর মুখে।
আজকে সবাই বিরাট ঈদে হাসো ভালোবেসে,
মূর্খরা সব বলবে কথা ভণ্ডপাপীর বেশে।
আমরা সবাই রাসুলপ্রেমে হাসবো মনের সুখে,
আজ রাসুলের জন্মদিনে ফোটাও হাসি মুখে।
বিশ্বভুবন রাসুল চেনে, আমরা থাকবো বসে?
এসো সবাই দরুদ পড়ি ভক্তমনে হর্ষে।
সবার সেরা ঈদের দিনে নুরনবীকে
চিনতে হবে বিরাটবড় আশায়,
পরকালে মিলবে মুক্তি রাসুল-ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
২১/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/১১/২০১৮
-
মনিরুজ্জামান/জীবন ২১/১১/২০১৮অসাধারণ কাব্য, শুভ কামনা রইলো।
ভাল লাগল।।।