আমার অনেক বন্ধু ছিল—১
আমার অনেক বন্ধু ছিল—১
সাইয়িদ রফিকুল হক
আমার অনেক বন্ধু ছিল, বন্ধু বড় খাঁটি!
বাইরে তারা দেখতে ভালো ভিতরে যে মাটি!
বন্ধুগুলো বলতো কথা মানতো নাতো যুক্তি,
আজাব থেকে বাঁচার আশায় চেয়েছিলাম মুক্তি।
তাদের কথা না-শোনারই করেছিলাম ভান,
বেলাশেষে দেখি একদিন থামলো তাদের গান।
আমার অনেক বন্ধু ছিল তারা কত ভালো!
সত্য শুনে মুখটি অমনি করতো ভীষণ কালো!
এদের পেটে বুদ্ধি ছিল, মাথা ছিল খালি,
যুক্তি শুনে তাইতো ওদের মুখে আসতো গালি!
নিজের জ্ঞানে হাসতো এরা অনেক শব্দ করে,
সত্য ফেলে মিথ্যা খেত পেটটি ভীষণ ভরে!
এদের মগজ ছিল নাতো মাথার কোনো পাশে,
হাঁটুভরা ঘিলু নিয়ে এরা শুধু কাশে!
আমার অনেক বন্ধু ছিল প্রেমরোগে সব পাগল,
বুদ্ধির যাদের একটু বেশি তারা ছিল ছাগল!
এদের মাথায় থাকলে ঘিলু মিথ্যা ভালোবাসে?
হাঁটুভরা মগজ নিয়ে এরা বেঁচে আছে!
আমার অনেক বন্ধু ছিল বুদ্ধি ভীষণ ভালো,
দেখতে এরা ফর্সা হলেও ভিতরটা যে কালো!
সাইয়িদ রফিকুল হক
১৯/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আমার অনেক বন্ধু ছিল, বন্ধু বড় খাঁটি!
বাইরে তারা দেখতে ভালো ভিতরে যে মাটি!
বন্ধুগুলো বলতো কথা মানতো নাতো যুক্তি,
আজাব থেকে বাঁচার আশায় চেয়েছিলাম মুক্তি।
তাদের কথা না-শোনারই করেছিলাম ভান,
বেলাশেষে দেখি একদিন থামলো তাদের গান।
আমার অনেক বন্ধু ছিল তারা কত ভালো!
সত্য শুনে মুখটি অমনি করতো ভীষণ কালো!
এদের পেটে বুদ্ধি ছিল, মাথা ছিল খালি,
যুক্তি শুনে তাইতো ওদের মুখে আসতো গালি!
নিজের জ্ঞানে হাসতো এরা অনেক শব্দ করে,
সত্য ফেলে মিথ্যা খেত পেটটি ভীষণ ভরে!
এদের মগজ ছিল নাতো মাথার কোনো পাশে,
হাঁটুভরা ঘিলু নিয়ে এরা শুধু কাশে!
আমার অনেক বন্ধু ছিল প্রেমরোগে সব পাগল,
বুদ্ধির যাদের একটু বেশি তারা ছিল ছাগল!
এদের মাথায় থাকলে ঘিলু মিথ্যা ভালোবাসে?
হাঁটুভরা মগজ নিয়ে এরা বেঁচে আছে!
আমার অনেক বন্ধু ছিল বুদ্ধি ভীষণ ভালো,
দেখতে এরা ফর্সা হলেও ভিতরটা যে কালো!
সাইয়িদ রফিকুল হক
১৯/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২০/১১/২০১৮Bah
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/১১/২০১৮বিপরীতার্থক দারুণ মজাদার বন্ধু উপাখ্যান।
ভাল হয়েছে। চলুক এমন আরো..... -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/১১/২০১৮বাহ