প্রকৃতির বিচার
প্রকৃতির বিচার
সাইয়িদ রফিকুল হক
তোমার আশায় জেলখানাতে ছিলাম বসে কত,
তখন তুমি বাইরে বসে ফুর্তি করতে শত!
এখন তুমি জেলখানাতে বাইরে আছি আমি,
সব ভালো তার শেষ ভালো যার এখন আমি দামি!
নিজের পাপে অন্ধ হয়ে আমায় দিলে জেল!
এখন তুমি অপরাধী খতম তোমার খেল!
বিনাদোষের মানুষজনকে দিয়েছিলে শাস্তি,
ইয়ার বকশী সঙ্গে নিয়ে করেছিলে মাস্তি!
পাপ যে এমন ভয়াবহ জানতে নাতো তুমি,
তোমার পাপে আজও কাঁপে বাংলাদেশের ভূমি!
পাপ করেছো পাপী তুমি শাস্তি পাবে পাপের,
দেশ-জনতার প্রতিরোধে ভুলবে যে নাম বাপের!
কীসের বড়াই কর তুমি রাজাকারের ছেলে?
সারাজীবন মরবে পচে বাংলাদেশের জেলে।
ভুল করেছো ভুলের মাশুল দিতেই হবে তোমায়,
পার পাবে না এবার তুমি কোনো বুলেট-বোমায়!
অনেক পাপের পাপী তুমি সাক্ষী চোখের জল,
সব মানুষের ঘৃণাচোখে ভাঙবে বুকের বল।
আমায় তুমি জেলখানাতে করেছিলে বন্দী,
এখন তুমি জেলে আছো বিফল তোমার ফন্দি!
বিশ্ববিবেক বিচার করেন একটু আগে-পরে,
সব খবরই রাখেন তিনি পাপ যে তোমার ঘরে!
প্রকৃতির ওই আদালতে শাস্তি হবে সবার,
ভুল কোরো না মানুষ তুমি এমন বারবার!
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
তোমার আশায় জেলখানাতে ছিলাম বসে কত,
তখন তুমি বাইরে বসে ফুর্তি করতে শত!
এখন তুমি জেলখানাতে বাইরে আছি আমি,
সব ভালো তার শেষ ভালো যার এখন আমি দামি!
নিজের পাপে অন্ধ হয়ে আমায় দিলে জেল!
এখন তুমি অপরাধী খতম তোমার খেল!
বিনাদোষের মানুষজনকে দিয়েছিলে শাস্তি,
ইয়ার বকশী সঙ্গে নিয়ে করেছিলে মাস্তি!
পাপ যে এমন ভয়াবহ জানতে নাতো তুমি,
তোমার পাপে আজও কাঁপে বাংলাদেশের ভূমি!
পাপ করেছো পাপী তুমি শাস্তি পাবে পাপের,
দেশ-জনতার প্রতিরোধে ভুলবে যে নাম বাপের!
কীসের বড়াই কর তুমি রাজাকারের ছেলে?
সারাজীবন মরবে পচে বাংলাদেশের জেলে।
ভুল করেছো ভুলের মাশুল দিতেই হবে তোমায়,
পার পাবে না এবার তুমি কোনো বুলেট-বোমায়!
অনেক পাপের পাপী তুমি সাক্ষী চোখের জল,
সব মানুষের ঘৃণাচোখে ভাঙবে বুকের বল।
আমায় তুমি জেলখানাতে করেছিলে বন্দী,
এখন তুমি জেলে আছো বিফল তোমার ফন্দি!
বিশ্ববিবেক বিচার করেন একটু আগে-পরে,
সব খবরই রাখেন তিনি পাপ যে তোমার ঘরে!
প্রকৃতির ওই আদালতে শাস্তি হবে সবার,
ভুল কোরো না মানুষ তুমি এমন বারবার!
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১১/২০১৮চমৎকার লেখেন আপনি
-
মনিরুজ্জামান/জীবন ১৬/১১/২০১৮অসাধারণ সৃষ্টি