শীত তবুও আসে না
শীত তবুও আসে না
আসি-আসি করেও এবছর এখনও শীত আসেনি। শীতের কী যেন হয়েছে! হয়তো দারুণ কোনো অভিমান। কিংবা এর মনে জন্মেছে কোনো দুরভিসন্ধি। নইলে এই নভেম্বরের মাঝামাঝি কেন শীত আসবে না? আগে সেপ্টেম্বরেই শতের আভাস পাওয়া যেত। আর অক্টোবর থেকে শুরু হতো হালকা শীত। আর এখনও নভেম্বরে মাঝামাঝি সময়েও শীত লাপাত্তা!
আমাদের প্রকৃতি বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণ। অনেক মানুষই এখন হিংস্র হয়ে উঠছে। কেউ-কেউ হিংস্রতায় বনের পশুকেও হার মানিয়েছে। এই পশুগুলো আমাদের বনভূমি, জলাশয়, ফসলে মাঠ সবকিছু গ্রাস করছে। বিনষ্ট করছে। এদের পাপেই হয়তো রুক্ষ প্রকৃতির বুকে শীত আসতে এতো-এতো বিলম্ব হচ্ছে।
আসি-আসি করেও এবছর এখনও শীত আসেনি। শীতের কী যেন হয়েছে! হয়তো দারুণ কোনো অভিমান। কিংবা এর মনে জন্মেছে কোনো দুরভিসন্ধি। নইলে এই নভেম্বরের মাঝামাঝি কেন শীত আসবে না? আগে সেপ্টেম্বরেই শতের আভাস পাওয়া যেত। আর অক্টোবর থেকে শুরু হতো হালকা শীত। আর এখনও নভেম্বরে মাঝামাঝি সময়েও শীত লাপাত্তা!
আমাদের প্রকৃতি বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণ। অনেক মানুষই এখন হিংস্র হয়ে উঠছে। কেউ-কেউ হিংস্রতায় বনের পশুকেও হার মানিয়েছে। এই পশুগুলো আমাদের বনভূমি, জলাশয়, ফসলে মাঠ সবকিছু গ্রাস করছে। বিনষ্ট করছে। এদের পাপেই হয়তো রুক্ষ প্রকৃতির বুকে শীত আসতে এতো-এতো বিলম্ব হচ্ছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৩/০৪/২০২১বেশ
-
নাজরিন নাহার (রিয়া) ২৭/১১/২০১৮দিন বদলেছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/১১/২০১৮বেশ সুন্দর
-
মোহন মিত্র ১৭/১১/২০১৮প্রিয় লেখক, ওদের দোষ নেই। ওদের জঙ্গল মানুষ দখল করে সভ্যতার বিকাশ ঘটাচ্ছে। ওরা যাবে কোথায়? খাবে কী?