ফুলের হাট
ফুলের হাট
সাইয়িদ রফিকুল হক
ফুলকলিদের ঘুম ভেঙেছে
ময়নাপাখির গানে,
নদীর বোয়াল হাসছে জোরে
ভাটিয়ালির তানে!
ফুলের মেলা বসবে যেন
বুড়ো বটের তলে,
অনেক ফুল যে আনন্দে তাই
ভাসছে নদীর জলে!
কত রঙের ফুল যে আছে
বাংলাদেশের বুকে,
বিজয়-হাসি লেগে আছে
সব ফুলেরই মুখে!
ফুলের শোভা দেখতে হলে
এসো নদীর ঘাটে,
সকল ফুলই উঠবে এবার
মানিকগঞ্জের হাটে!
ফুলকলিদের নয়কো মেলা
এ যে বেচা-কেনা,
ফুল বেচিয়া মালিকপক্ষ
শোধ করিবে দেনা!
ফুলকলিদের মনে ব্যথা
যাচ্ছে তারা ঝরে,
এই দুনিয়ায় কেউ নিলো না
একটু আপন করে!
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ফুলকলিদের ঘুম ভেঙেছে
ময়নাপাখির গানে,
নদীর বোয়াল হাসছে জোরে
ভাটিয়ালির তানে!
ফুলের মেলা বসবে যেন
বুড়ো বটের তলে,
অনেক ফুল যে আনন্দে তাই
ভাসছে নদীর জলে!
কত রঙের ফুল যে আছে
বাংলাদেশের বুকে,
বিজয়-হাসি লেগে আছে
সব ফুলেরই মুখে!
ফুলের শোভা দেখতে হলে
এসো নদীর ঘাটে,
সকল ফুলই উঠবে এবার
মানিকগঞ্জের হাটে!
ফুলকলিদের নয়কো মেলা
এ যে বেচা-কেনা,
ফুল বেচিয়া মালিকপক্ষ
শোধ করিবে দেনা!
ফুলকলিদের মনে ব্যথা
যাচ্ছে তারা ঝরে,
এই দুনিয়ায় কেউ নিলো না
একটু আপন করে!
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নৃ মাসুদ রানা ১৫/১১/২০১৮Sundor
-
অরন্য রানা ১৫/১১/২০১৮সুন্দর ছন্দে ভরা কবিতা
-
ন্যান্সি দেওয়ান ১৪/১১/২০১৮Nice.
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/১১/২০১৮চমৎকার! প্রকাশ।
সুখ পাঠ্য।
কবিকে শুভেচ্ছা। -
মনিরুজ্জামান/জীবন ১৪/১১/২০১৮অনন্য সৃষ্টি।
-
কালাম হাবিব১ ১৪/১১/২০১৮ভালো লাগলো, পাঠে!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/১১/২০১৮ভালো