ভোরের আলোয় ভরে আছে দেশ
ভোরের আলোয় ভরে আছে দেশ
সাইয়িদ রফিকুল হক
ভোরের আলো দেখিস নারে তুই যে ভীষণ কানা,
পরের মুখে ঝাল খেয়ে যে হইলি বাঁদরছানা!
ভোরের আলোয় ভরে আছে আমার সোনার দেশ,
কর্মজীবী-মানুষগুলো খাচ্ছে করে বেশ!
তবুও দেখি তোদের মনে অন্ধকারের ভাবনা,
সুখে থাকতে ভূতে কিলায় তাইতে এমন যাচনা!
মনটাকে তুই কর না আগে আকাশ-সমান বড়,
দেখবি তখন জ্ঞান-পাহাড়ে সত্য হবে জড়ো।
মনের ভিতর ব্যাধি রেখে সুস্থ থাকে কে রে?
পরকে তুমি দিচ্ছো গালি নিজের দোষে হেরে!
মনের ব্যাধি বাড়লে ভীষণ তুই যে হবি অন্ধ,
খোলা মনে দেখ না ভেবে, তোর গায়ে যে গন্ধ!
দেশের ভালো দেখিস নারে তুই যে আজব কানা,
দেশটা একটু দেখ না ঘুরে কে করেছে মানা?
আমার দেশের সুনাম গাইতে দেখছি কতজনে,
কালব্যাধি যে বাড়ছে দেখি শুধু তোমার মনে!
পরের মুখে ঝাল খেয়ে যে বিবেক তোমার অন্ধ,
দেশের ভালো দেখে তুমি চোখটা কর বন্ধ!
ভোরের আলোয় ভরে আছে আমার সোনার দেশ,
নতুন ভোরের নাইরে দরকার সবাই আছি বেশ!
সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভোরের আলো দেখিস নারে তুই যে ভীষণ কানা,
পরের মুখে ঝাল খেয়ে যে হইলি বাঁদরছানা!
ভোরের আলোয় ভরে আছে আমার সোনার দেশ,
কর্মজীবী-মানুষগুলো খাচ্ছে করে বেশ!
তবুও দেখি তোদের মনে অন্ধকারের ভাবনা,
সুখে থাকতে ভূতে কিলায় তাইতে এমন যাচনা!
মনটাকে তুই কর না আগে আকাশ-সমান বড়,
দেখবি তখন জ্ঞান-পাহাড়ে সত্য হবে জড়ো।
মনের ভিতর ব্যাধি রেখে সুস্থ থাকে কে রে?
পরকে তুমি দিচ্ছো গালি নিজের দোষে হেরে!
মনের ব্যাধি বাড়লে ভীষণ তুই যে হবি অন্ধ,
খোলা মনে দেখ না ভেবে, তোর গায়ে যে গন্ধ!
দেশের ভালো দেখিস নারে তুই যে আজব কানা,
দেশটা একটু দেখ না ঘুরে কে করেছে মানা?
আমার দেশের সুনাম গাইতে দেখছি কতজনে,
কালব্যাধি যে বাড়ছে দেখি শুধু তোমার মনে!
পরের মুখে ঝাল খেয়ে যে বিবেক তোমার অন্ধ,
দেশের ভালো দেখে তুমি চোখটা কর বন্ধ!
ভোরের আলোয় ভরে আছে আমার সোনার দেশ,
নতুন ভোরের নাইরে দরকার সবাই আছি বেশ!
সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান আল মাহদী ১৩/১১/২০১৮অসাধারণ লিখনি,দাদা
-
সাঁঝের তারা ১১/১১/২০১৮অনন্য ...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/১১/২০১৮SUndor
-
নৃ মাসুদ রানা ১১/১১/২০১৮ভাল লাগলো
-
এন এম ইকবাল সাঈম ১১/১১/২০১৮ভাল লাগলো