ভোটের মিলনমেলা
ভোটের মিলনমেলা
সাইয়িদ রফিকুল হক
তোমার মাথা নষ্ট হলো আবার ভোটের সময়,
আমজনতার মার্কা দেখে তোমার মনে ভয়!
নির্বাচনে আসতে তোমার দিচ্ছে কেহ বাধা?
ভোটের আগে তোমায় কেন লাগে এতো সাধা?
ভোটের খেলা রাজনীতি যে ভোটটা কর আগে,
ভোট-বাতিলের চিন্তা ফেলে দাঁড়াও অনুরাগে।
দেশের ছেলে তুমি নাকি দেশের কথা ভাবো,
নাকি তোমার মনের ভিতর করছে খাবো-খাবো!
মনে তোমার ফন্দি আছে তাইতে এতো বাধা,
জলটা ঘোলা করে শেষে খায় যে পানি গাধা!
তোমার মনে আছে নাকি এমনকিছু প্যাঁচ?
তোমরা আবার সুশীলসমাজ পাকিস্তানের ব্যাচ!
রাজনীতিতে সবল হয়ে দাঁড়াও ভোটের মাঠে,
খেলা ফেলে কেন তুমি ঘুরছো পরের হাটে!
আবোলতাবোল কথা বলে করছো নিজের ক্ষতি,
ভোটের আগে ঠিক করগে তোমার মতিগতি।
দেশজনতার সমর্থনে হতে পারো বিরাটবড় কিছু,
নির্বাচনে বাধা দিয়ে হবে কেন ভণ্ডতম শিশু!
রাজনীতিটা করছো যখন খেলতে হবে খেলা,
বীর-বাঙালি গড়ে তোলো ভোটের মিলনমেলা।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
তোমার মাথা নষ্ট হলো আবার ভোটের সময়,
আমজনতার মার্কা দেখে তোমার মনে ভয়!
নির্বাচনে আসতে তোমার দিচ্ছে কেহ বাধা?
ভোটের আগে তোমায় কেন লাগে এতো সাধা?
ভোটের খেলা রাজনীতি যে ভোটটা কর আগে,
ভোট-বাতিলের চিন্তা ফেলে দাঁড়াও অনুরাগে।
দেশের ছেলে তুমি নাকি দেশের কথা ভাবো,
নাকি তোমার মনের ভিতর করছে খাবো-খাবো!
মনে তোমার ফন্দি আছে তাইতে এতো বাধা,
জলটা ঘোলা করে শেষে খায় যে পানি গাধা!
তোমার মনে আছে নাকি এমনকিছু প্যাঁচ?
তোমরা আবার সুশীলসমাজ পাকিস্তানের ব্যাচ!
রাজনীতিতে সবল হয়ে দাঁড়াও ভোটের মাঠে,
খেলা ফেলে কেন তুমি ঘুরছো পরের হাটে!
আবোলতাবোল কথা বলে করছো নিজের ক্ষতি,
ভোটের আগে ঠিক করগে তোমার মতিগতি।
দেশজনতার সমর্থনে হতে পারো বিরাটবড় কিছু,
নির্বাচনে বাধা দিয়ে হবে কেন ভণ্ডতম শিশু!
রাজনীতিটা করছো যখন খেলতে হবে খেলা,
বীর-বাঙালি গড়ে তোলো ভোটের মিলনমেলা।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১১/২০১৮ভাল
-
মোহন মিত্র ১১/১১/২০১৮ষষ্ঠ স্তবকে ছন্দের তালটা একটু কেটে গেছে। ভালো প্রয়াস, কবি। ভালো থাকুন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/১১/২০১৮কবির প্রতি সালাম জানাই
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/১১/২০১৮ভাল হয়েছে।
-
পি পি আলী আকবর ১১/১১/২০১৮দারুণ হয়েছে
-
নৃ মাসুদ রানা ১১/১১/২০১৮মন ভালো