www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোটের মিলনমেলা

ভোটের মিলনমেলা
সাইয়িদ রফিকুল হক

তোমার মাথা নষ্ট হলো আবার ভোটের সময়,
আমজনতার মার্কা দেখে তোমার মনে ভয়!
নির্বাচনে আসতে তোমার দিচ্ছে কেহ বাধা?
ভোটের আগে তোমায় কেন লাগে এতো সাধা?

ভোটের খেলা রাজনীতি যে ভোটটা কর আগে,
ভোট-বাতিলের চিন্তা ফেলে দাঁড়াও অনুরাগে।
দেশের ছেলে তুমি নাকি দেশের কথা ভাবো,
নাকি তোমার মনের ভিতর করছে খাবো-খাবো!

মনে তোমার ফন্দি আছে তাইতে এতো বাধা,
জলটা ঘোলা করে শেষে খায় যে পানি গাধা!
তোমার মনে আছে নাকি এমনকিছু প্যাঁচ?
তোমরা আবার সুশীলসমাজ পাকিস্তানের ব্যাচ!

রাজনীতিতে সবল হয়ে দাঁড়াও ভোটের মাঠে,
খেলা ফেলে কেন তুমি ঘুরছো পরের হাটে!
আবোলতাবোল কথা বলে করছো নিজের ক্ষতি,
ভোটের আগে ঠিক করগে তোমার মতিগতি।

দেশজনতার সমর্থনে হতে পারো বিরাটবড় কিছু,
নির্বাচনে বাধা দিয়ে হবে কেন ভণ্ডতম শিশু!
রাজনীতিটা করছো যখন খেলতে হবে খেলা,
বীর-বাঙালি গড়ে তোলো ভোটের মিলনমেলা।


সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast